সোনার তরী কবিতার MCQ উত্তরসহ (PDF Download)

সোনার তরী কবিতার MCQ নিয়ে পাঠগৃহের এই ব্লগ। এখানে একই সাথে থাকছে PDF Sheet-ও। এইচএসসি বা একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটি যথেষ্ট উপকারী হবে বলে বিশ্বাস করছি। তাহলে শুরু করা যাক। 'সোনার তরী' কবিতার সৃজনশীল প্রশ্ন পেতে দেখুন: সোনার তরী সৃজনশীল উত্তরসহ

সোনার তরী কবিতার MCQ উত্তরসহ pdf

সোনার তরী কবিতার MCQ

১. ধান কাটতে কাটতে কী এলো?
ক) বর্ষা
খ) শীত
গ) গ্রীষ্ম
ঘ) বসন্ত

উত্তর: ক) বর্ষা

২. কী কাটতে কাটতে বর্ষা এলো?
ক) ধান
খ) ভুট্টা
গ) গম
ঘ) পাট

উত্তর: ধান

৩. সোনার তরী কবিতায় মূলত কয়টি চরিত্রের সন্ধান মিলে?
ক) ১টি
খ) ২টি
গ) ৩টি
ঘ) ৪টি

উত্তর: খ) ২টি

৪. 'আমি একেলা' দ্বারা কী প্রকাশ পাচ্ছে?
ক) কৃষকের আড্ডা
খ) কৃষকের নিঃসঙ্গতা
গ) কৃষকের ভালো লাগা
ঘ) কৃষকের ভয় হওয়া

উত্তর: খ) কৃষকের নিঃসঙ্গতা

৫. 'সোনার তরী' কবিতায় কোথায় মেঘ গর্জন করার কথা বলা হয়েছে?
ক) পশ্চিম আকাশে
খ) পূব আকাশে
গ) আকাশ জুড়ে
ঘ) কোনোটিই নয়

উত্তর: গ) আকাশ জুড়ে

৬. 'সোনার তরী' কবিতার রচয়ীতা কে?
ক) ফররুখ আহমদ
খ) আল মাহমুদ
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) রবীন্দ্রনাথ

উত্তর: ঘ) রবীন্দ্রনাথ

৭. ক্ষুরধারা কোথায়?
ক) পুকুরে
খ) সাগরে
গ) নদীতে
ঘ) কৃষকের মনে

উত্তর: গ) নদীতে

৮. 'সোনার তরী' কবিতায় সোনার ধান বলতে কী বুঝানো হয়েছে?
ক) সৃষ্টিকর্ম
খ) সম্পদ
গ) তরী
ঘ) মহাকালের প্রতীক

উত্তর: ক) সৃষ্টিকর্ম

৯. ফসল উৎপাদনকারী কৃষক বলতে কবিতার রচয়িতা কাকে বুঝিয়েছে?
ক) নিজেকে
খ) মাঝিকে
গ) জমিদারকে
ঘ) কবির বন্ধুকে

উত্তর: ক) নিজেকে

১০.  নদী শব্দের প্রতিশব্দ কোনটি?
ক) নেত্র
খ) তটিনী
গ) সৈকত
ঘ) সলীল

উত্তর: খ) তটিনী

১১. দৃষ্টি শব্দটি ব্যকরণের কোন নিয়মে সম্পন্ন হয়েছে?
ক) সমাস
খ) উপসর্গ
গ) প্রকৃতি ও প্রত্যয়
ঘ) সন্ধি

উত্তর: গ) প্রকৃতি ও প্রত্যয়

১২. মানুষের এই জীবন কেমন?
ক) দীর্ঘস্থায়ী
খ) ক্ষণস্থায়ী
গ) অমর
ঘ) কোনোটিই নয়

উত্তর: খ) ক্ষণস্থায়ী

১৩. ভরসা শব্দের অর্থ কী?
ক) আশা
খ) বিশ্বাস
ঘ) নিরাশা
ঘ) বিশ্বাসঘাতকতা

উত্তর: ক) আশা

১৪. মাঝি তরী ভিড়ালো কেন?
ক) কৃষকের জন্য
খ) ফসলের জন্য
গ) স্রোতের জন্য
ঘ) বৃষ্টি থেকে বাঁচার জন্য

উত্তর: খ) ফসলের জন্য

১৫. 'ভারা ভারা' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) সারি সারি
খ) ঝোকা ঝোকা
গ) রাশি রাশি
ঘ) স্তরে স্তরে

উত্তর: খ) রাশি রাশি

১৬. রবীন্দ্রনাথের ছদ্মনাম কী?
ক) ভানুসিংহ
খ) বনফুল
গ) যাযাবর
ঘ) জমিদার

উত্তর: ক) ভানুসিংহ

১৭. 'ক্ষুরধারা' বলতে কী বুঝানো হয়েছে?
ক) তীব্র স্রোত
খ) ক্ষুররের মতো আকারের স্রোত
গ) রাগান্বিত হওয়া
ঘ) নাপিতের ক্ষুর

উত্তর: ১৭) তীব্র স্রোত

১৮. 'থরে বিথরে' শব্দের অর্থ কী?
ক) ব্যবচ্ছেদ করে
খ) সুবিন্যস্ত করে
গ) অগোছালো করে
ঘ) দেখে শুনে রেখে

উত্তর: খ) সুবিন্যস্ত করে

১৯. কোন সময়ে ক্ষেতসমেত নদীর তীর নদীর গ্রাসে হারিয়ে যায়?
ক) বৈশাখ-জৈষ্ঠ্য
খ) আষাড়-শ্রাবণ
গ) ভাদ্র-আশ্বিন
ঘ) পৌষ-মাঘ

উত্তর: খ) আষাড়-শ্রাবণ

২০. নির্বিকার মাঝির দৃষ্টি আকর্ষণের জন্য কৃষক কী করেছেন?
ক) তাকে নিয়ে যাওয়া
খ) পরিচিত হওয়া
গ) নদী পার করতে বলা
ঘ) ফসল তুলে নিতে বলা

উত্তর: ঘ) ফসল তুলে নিতে বলা

২১.  সোনার তরীতে কেন কৃষকের ঠাঁই হলো না?
ক) তরীটা ছিল অত্যন্ত ছোট
খ) মাঝিটি ছিল খুব নিষ্ঠুর
গ) কৃষকের সোনার ধারে তরীটি ভরে গিয়েছিল
ঘ) কৃষক উদাসীন ছিল

উত্তর:  গ) কৃষকের সোনার ধারে তরীটি ভরে গিয়েছিল

২২.  'সোনার তরী' কবিতার সর্বশেষ স্তবকের 'শূন্য' শব্দটির প্রয়োগে কী স্পষ্ট হয়েছে?
ক) এটি মাত্রাবৃত্ত ছন্দ
খ) এটি অক্ষরবৃত্ত ছন্দ
গ) এটি নির্দিষ্ট ছন্দহীণ
ঘ) চতুর্দশপদী

উত্তর: ক) এটি মাত্রাবৃত্ত ছন্দ

২৩. মানবজীবনের দুর্যোগপূর্ণ পরিস্থিতির প্রতি ইঙ্গিত দেয়া হয়েছে কোন শব্দটি ব্যবহারের মাধ্যমে?
ক) ক্ষুরধারা
খ) খরপরশা
গ) মেঘ
ঘ) কাল

উত্তর: ক) ক্ষুরধারা

২৪. কৃষকের নিঃসঙ্গতা অবস্থা প্রকাশ পাচ্ছে কোনটির মাধ্যমে?
ক) আমি
খ) আমি একেলা
গ) সোনার তরী
ঘ) থরে বিথরে

উত্তর: খ) আমি একেলা

২৫. কৃষক সোনার ফসল মহাকালের উদ্দেশ্যে পাঠাতে চায় কেন?
ক) কর্মের মধ্যে বেঁচে থাকার জন্য
খ) মহাকালের শূন্যতায় বিলীন হওয়ার জন্য
গ) চিন্তাগ্রস্থ হওয়ার জন্য
ঘ) ইহকালে শান্তিতে বসবাসের জন্য

উত্তর: ক) কর্মের মধ্যে বেঁচে থাকার জন্য

২৬. 'তরুছায়ামসী-মাখা' বলতে কী বুঝানো হয়েছে?
ক) গাছ হতে প্রস্তুতকৃত
খ) নদীর ধারের গাছ
গ) গাছের ছায়া
ঘ) গাছের কালচে রঙ

উত্তর: ঘ) গাছের কালচে রঙ

২৭. কী কাটা হলো সারা?
ক) ধান
খ) গম
গ) আখ
ঘ) ঘাস

উত্তর: ক) ধান

২৮.  'সোনার তরী' কবিতার প্রথম চরণ কোনটি?
ক) কূলে একা বসে আছি, নাহি ভরসা
খ) একখানি ছোটো খেত, আমি একেলা
গ) গগনে গরজে মেঘ, ঘন বরষা
ঘ) ওগো, তুমি কোথা যাও কোন বিদেশে?

উত্তর: গ) গগনে গরজে মেঘ, ঘন বরষা

২৯. 'সোনার তরী' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
ক) গীতাঞ্জলি
খ) বিষের বাঁশি
গ) সুদীর্ঘকাল
ঘ) সোনার তরী

উত্তর: ঘ) সোনার তরী

৩০.  সোনার তরী কবিতায় মাঝি অতৃপ্তির বেদনা নিয়ে কিসের জন্য অপেক্ষা করতে থাকে?
ক) কবির জন্য
খ) বৃষ্টির জন্য
গ) ফসলের জন্য
ঘ) মহাকালের শূন্যতায় বিলীন হওয়ার জন্য

উত্তর: ঘ) মহাকালের শূন্যতায় বিলীন হওয়ার জন্য

৩১.  সোনার তরী কাব্য গ্রন্থটি কত সালে প্রথমবার প্রকাশিত হয়?
ক) ১৮৯৪
খ) ১৯০০
গ) ১৮৯০
ঘ) ১৯০৯

উত্তর: ক) ১৮৯৪

৩২. কবি একা কোন ক্ষেতে ছিল?
ক) ছোট খেত
খ) বড় খেত
গ) বলা হয়নি
ঘ) কোনোটিই নয়

উত্তর: ক) ছোট খেত

৩৩. দেখে যেন মনে হয় চিনি উহারে- এখানে কার কথা বলা হয়েছে?
ক) মাঝি
খ) ডাক্তার
গ) কাল্পনিক কেউ
ঘ) প্রকৃতি

উত্তর: ক) মাঝি

৩৪. কৃষক কোথায় পড়ে রয়?
ক) নদীর মাঝে
খ) নদীর তীরে
গ) সোনার তরীতে
ঘ) নিজ বাড়িতে

উত্তর: খ) নদীর তীরে

৩৫.  কোন পঙক্তিতে মাঝির অপরিচয়ের নির্বিকারত্ব ও নিরাসক্তি ফুটে উঠেছে?
ক) ভরা পালে চলে যায়
খ) কোনো দিকে নাহি চায়
গ) দেখে যেন মনে হয় চিনি উহারে
ঘ) গগণে গরজে মেঘ, ঘন বরষা

 উত্তর: খ) কোনো দিকে নাহি চায়

সোনার তরী MCQ PDF Download Free

সোনার তরী কবিতার MCQ সংবলিত PDF Sheet এবার দেব আপনাদের। পিডিএফ শীট ডাউনলোড করার জন্য ক্লিক করুন সোনার তরী কবিতার MCQ PDF Download লেখাটিতে।

আরও দেখুন: প্রকৃতি ও প্রত্যয় PDF Download

Previous Post Next Post

এই লেখাটি আপনার সোশ্যাল মিডিয়া ওয়ালে শেয়ার করুন 😇 হয়তো এমনও হতে পারে আপনার শেয়ার করা এই লেখাটির মাধ্যমে অন্য কেউ উপকৃত হচ্ছে! এবং কারো উপকার করার থেকে ভাল আর কি হতে পারে?🥺