Indefinite Article's (a/an) Use in Phrase and Clause

Article এর ব্যবহারের ক্ষেত্রে আমরা অনেক নিয়ম পড়ে থাকি। নিয়মগুলো জানার পরও আমরা উত্তর করার সময় কিছু জায়গায় আটকে যাই উত্তর করতে গিয়ে। কোনো নিয়মের মধ্যেই হয়তো তখন ফেলতে পারি না। এমন আটকে যাওয়ার অনেক কারণ থাকতে পারে। তবে এর একটি মূল কারণ এবং সমাধান হলো Phrase and Clause।

Indefinite Article's (a/an) Use in Phrase and Clause

এমন কিছু Phrase and Clause আছে, যেসবে নির্দিষ্ট একটি অর্থ প্রকাশের উদ্দেশ্যে সবসময় একই Article ব্যবহৃত হয়। তাই আজকের এই পোস্টে পাঠগৃহ নেটওয়ার্কের পক্ষ থেকে এমন কতগুলো Phrase and Clause আপনাদের সামনে তুলে ধরা হলো যেখানে সবসময় a/an বসে।

কিছু কিছু ক্ষেত্রে শব্দের পাশে তার অর্থ দেয়া আছে যা আমাদের পাঠকদের উপকারে আসবে বলে মনে করি। তাহলে দেখে নেয়া যাক Phrase গুলো।

  • in a nutshell
  • in a hurry
  • in a temper
  • in a fix
  • in a body
  • to tell a lie (মিথ্যা কথা বলা)
  • to make a noise
  • to take an interest
  • play a/an important/active/vital/extra-ordinary role
  • a red-letter day / a memorable day (একটি স্বরণীয় দিন)
  • it is a matter of fact/sorrow/regret/joy
  • a sound mind lives in a sound body
  • go a long way (অতিক্রম করা)
  • brought about a revolutionary change (আমূল পরিবর্তন এনেছে)
  • cut a good/sorry figure in the examination
  • a wonder of modern science
  • can not go a single day without it
  • make a journey
  • there is a saying/proverb (প্রবাদ আছে যে)
  • to a great extent (অনেক বেশি পরিমানে)
  • at a distance
  • a man of wisdom (পণ্ডিত)
  • pay a visit
  • for a while
  • an effective way (কার্যকরী পথ)
  • nowadays (বর্তমান সময়ে)
  • once upon a time (কোনো এক সময়ে)
  • a number of (কিছু সংখ্যক)
  • a single moment
  • a balanced diet
  • at a glance
  • a part and parcel (অপরিহার্য অংশ)
  • a certain period (নির্দিষ্ট সময়ে)
  • have/take a rest
  • a must for (অবশ্য প্রয়োজনীয়)
  • hit upon a plan (পরিকল্পনা করা)
  • for a long time
  • all of a sudden (হঠাৎ)
  • at a time (একই সময়ে)
  • a sum total of (মোট)
  • a strict law
  • at an alarming rate

Md. Rabiul Mollah

Okay! So here I'm Md. Rabiul Mollah from Pathgriho Network. I'm currently a student of B.Sc in Textile Engineering Management at Bangladesh University of Textiles. facebook instagram github twitter linkedin

Previous Post Next Post

এই লেখাটি আপনার সোশ্যাল মিডিয়া ওয়ালে শেয়ার করুন 😇 হয়তো এমনও হতে পারে আপনার শেয়ার করা এই লেখাটির মাধ্যমে অন্য কেউ উপকৃত হচ্ছে! এবং কারো উপকার করার থেকে ভাল আর কি হতে পারে?🥺