জাতির নামের আগে Article এর ব্যবহার

Article এর ব্যবহারের ক্ষেত্রে আমরা অনেক কিছুতেই ছোট খাটো কিছু ভুল করে থাকি। এর মধ্যে অন্যতম একটি হলো জাতির নামের পূর্বে The বসানো বা না বসানো নিয়ে। আজকে আমরা সেই কনফিউশনই দূরীভূত করার চেষ্টা করব।

প্রথমেই দুটি উদাহারণ দেখি।

  • The Bangladeshis are brave.
  • Germans are brave.

এই দুটি বাক্যে সব কিছুই কিন্তু একই ছিল। শুধু একজায়গায় Bangladeshis এবং অন্য স্থানে Germans ব্যবহার করে হয়েছে। তাহলে দুই ক্ষেত্রেই Article এর ব্যবহার একই রকম হওয়া উচিত ছিল কি না? যদি একই রকম হওয়া উচিত ছিল বলে মনে হয়ে থাকে, তাহলে কেন Bangladeshis এর পূর্বে The বসলো, অথচ Germans এর পূর্বে কোনো Article ব্যবহৃত হলো না? এর উত্তর জানার আগে আর কিছু উদাহারণ দেখা যাক।

জাতির নামের আগে Article এর ব্যবহার

নিচের উদাহারণগুলো লক্ষ্য করা যাক:

  • The Bangladeshis
  • The Pakistanis
  • Indians
  • Americans
  • Germans
  • The Portuguese
  • The English
  • The Muslims
  • The Hindus

সবগুলোই তো জাতির নাম। কিন্তু কোনোটির আগে article (the) আছে, কোনোটির আগে নেই। এর কারণ কী? এর কারণটি হচ্ছে,

যেসকল জাতির নামের শেষে ans যুক্ত থাকে, তাদের আগে কোনো article বসে না। অন্যসকল জাতির নামের আগে the বসে।

Indians, Americans, Germans এর আগে কোনো article বসেনি কারণ এদের নামের শেষাংশে ans যুক্ত আছে। বাকিদের নামের শেষে ans নেই। ফলে the বসেছে। 

এবার উত্তরের সাথে উপরের সবগুলো উদাহারণ মিলিয়ে নেয়া যাক।

কিছু কিছু বাক্যাংশ রয়েছে, যেসবের আগে সবসময়ই a/an বসে থাকে। ৪০টিরও বেশি এমন বাক্যাংশ আমরা পাঠকদের জন্য দিয়ে রেখেছি। এগুলোর জন্য পড়ুন: Indefinite Article's (a/an) Use in Phrase and Clause। এছাড়া Article বিষয়ের কিছু নিয়মের বাংলা Note পেতে দেখুন: Articles Rules Bangla PDF Download

Md. Rabiul Mollah

Okay! So here I'm Md. Rabiul Mollah from Pathgriho Network. I'm currently a student of B.Sc in Textile Engineering Management at Bangladesh University of Textiles. facebook instagram github twitter linkedin

Previous Post Next Post

এই লেখাটি আপনার সোশ্যাল মিডিয়া ওয়ালে শেয়ার করুন 😇 হয়তো এমনও হতে পারে আপনার শেয়ার করা এই লেখাটির মাধ্যমে অন্য কেউ উপকৃত হচ্ছে! এবং কারো উপকার করার থেকে ভাল আর কি হতে পারে?🥺