Traffic Jam Paragraph (টিপস, ট্রিক্স, অনুবাদ এবং PDF সহ)

Paragraph লেখার জন্য কিছু নিয়ম অনুসরন করলে শিক্ষকের থেকে বেশি মার্ক পাওয়া যায়। স্বাভাবিকভাবে চিন্তা করলেই এই বিষয়টি বুঝতে পারা যাবে। একজন শিক্ষক অনেকগুলো খাতা দেখেন অল্প সময়ে। এই সময়ের মধ্যে পুরো অ্যান্সার স্ক্রিপ্টটি পড়ে দেখার সময় তার থাকে না স্বাভাবিকভাবেই। তারা আসলে খাতা দেখেন। তাদের এই দেখার মধ্যেই অভিজ্ঞতার আলোকে তারা সহজেই ভুল খুঁজে বের করতে পারেন। তবে কিছু বিষয় লক্ষ্য রেখে পরীক্ষার খাতায় লিখলে বেশি মার্ক পাওয়া যায়। Writing পার্টের অন্যতম একটি অংশ Paragraph এও এমন কিছু নিয়ম আছে। আজকে আমরা মোটামুটি সেসব নিয়ম মেনে Traffic Jam বা Traffic Congestion নামক Paragraph টি অনুশীলন করব।

Traffic Jam Paragraph

Topic Sentence

যিনি খাতা দেখবেন তিনি কিন্তু প্রথমেই প্যারাগ্রাফের শুরুর বাক্যটিই দেখবেন। শুরুর বাক্যটিই Topic Sentence। এই টপিক Sentence টি যদি শিক্ষককে আকৃষ্ট করতে পারে তবে বেশি মার্ক পাওয়া সম্ভব। এখানেই আমরা একটি ভুল করে থাকি। আমরা এখানে বহুল প্রচলিত কোনো বই থেকেই লিখে ফেলি। সবাই-ই যখন চৌধুরী স্যার এবং হোসাইন স্যারের বই থেকে প্রথম লাইনটি (Traffic jam is a long line of vehicles that cannot move or that can only move very slowly because there is so much traffic in the road) লিখে দেয়, তখন স্যারও বাকি সবার মতোই এভারেজে মার্কিং করে চলে যেতে পারেন। তাই Paragraph এর Topic Sentence সবসময় ভেবে চিন্তে Unique কোনো কিছু লিখতে হবে যেখানে Definition টা এসে যাবে।

আমি এখানে কয়েকটি Topic Sentence দিচ্ছি। এখান থেকে যেকোনোটি নিয়েই শিক্ষার্থীরা লিখতে পারবে, কিংবা তাদের নিজেদের মতো করে তৈরিও করে নিতে পারবে।

  1. Traffic jam refers to a long length of vehicles on the road leading to a serious road block.
  2. Traffic jam refers to a very slow or unmoved condition of vehicles on the road.
  3. Traffic jam is a long queue of vehicles on the road that can't move or can move in a very slow speed that is caused by so much traffic.
  4. Vehicles staying in a long queue for a long time or moving very slowly on the road is called traffic jam.
  5. Traffic jam is a line or many lines of stationary or very slow-moving traffic that is caused by heavy congestion of traffic on the road.

এরকমভাবে আরও অনেক Topic Sentence ই ব্যাবহার করা যেতে পারে Paragraph এর একদম শুরুতে।
অনেকে এখানে শুরু করতে গিয়েও কিছু ভুল করে থাকে। তার মধ্যে অন্যতম হচ্ছে Definition না আনা। অনেকে শুরু করেন এভাবে যে, "Traffic jam is a very common in big cities"। এভাবে শুরু করা যাবে না। Paragraph শুরু করতে হবে "What is Traffic Jam" এর উত্তর দিয়ে। তবেই শিক্ষকের থেকে তুলনামূলক বেশি মার্ক পাওয়া যেতে পারে।

এবার আর কিছু নিয়ম সংক্ষেপে বলে দিয়ে সম্পূর্ণ Paragraph এর একটি Demo দেয়া যাক। Paragraph লেখার নিয়ম পূর্ণ নিয়ম জানতে পাঠগৃহের সাথেই থাকুন।

Numeric Information

Paragraph লেখার অন্যান্য নিয়মের মধ্যে একটি হচ্ছে, Numeric Information যুক্ত করা। যেমন 51% , 25 Million ইত্যাদি। Traffic Jam প্যারাগ্রাফের ক্ষেত্রে আমরা Jam এর কারণে আমাদের মোট কত ঘন্টা সময় নষ্ট হচ্ছে, বিশ্বের কী পরিমাণ ক্ষতি হচ্ছে এসব তথ্য যুক্ত করতে পারি। যেমন আমরা যুক্ত করতে পারি:

  • As per a report of Prothom Alo, 50 lakhs working hours are being wasted every day only in Dhaka because of Traffic Jams.
  • Bangladesh is losing about 37 thousand crore taka every year because of this traffic jam.
এই দুটি তথ্যই প্রথম আলো থেকে সংগ্রহ করা। এমনভাবে বিভিন্ন তথ্য যুক্ত করে দেয়া যেতে পারে। অবশ্যই পরীক্ষার কেন্দ্রে বসে মনগড়া তথ্য বানিয়ে লেখা যাবে না।

Solution

Traffic Jam থেকে কীভাবে আমরা রক্ষা পেতে পারি? এর উত্তরে গৎবাঁধাভাবে আমরা বলে দিয়ে থাকি "Government should take necessary steps to prevent traffic jam". এভাবে বলে দিয়ে শেষ করা উচিত না। Government এর পাশাপাশি অন্য কার কী কী করণীয় আছে সেসব দিকও তুলে ধরা উচিত।

তাহলে এবার আমরা সম্পূর্ণ Paragraph টি দেখে নিই।

Traffic Jam

Traffic jam is a line or many lines of stationary or very slow-moving traffic that is caused by heavy congestion of traffic on the road. It is a common problem in third-world countries like Bangladesh. It is a major problem of modern times. It creates serious problems in our everyday life. Traffic jam creates a deplorable condition in our life. According to a study, 50 lakhs working hours are being wasted every day only in Dhaka because of traffic jam. Consequently, our country is losing about 37 thousand crore taka every year because of this traffic jam. There are some causes behind the traffic jam. First of all, drivers do not follow the rules and regulations. Pedestrians are not willing to follow them as well. Secondly, vehicles of various speeds run on the same road. When a private car and a rickshaw run on the same road, it is normal that the private car cannot run smoothly. Traffic jam occurs near bus stand because bus drivers do not want to start the bus without some more passengers. It occurs in the morning and afternoon of the working days because everyone tries to attend school, college, office and other workplaces at the same time. In cities like Dhaka, Chattogram, the poor drainage system is another reason for the traffic jam in the rainy season. Another reason for this suffering is the Govt is running a lot of construction works on the road. For this reason, a huge percentage of the road has been blocked. During SSC and HSC examinations, roads near schools and colleges get blocked. It caused us many great damages. Whatever traffic jam can be solved if Govt takes some good plans and drivers follow the traffic rules. The government is trying its best to develop the roads by constructing flyovers, 8 lanes road etc. Dhaka City Corporation has initiated a new project with the new bus service named 'Dhaka Nagar Poribohon'. But this can't be solved if all the owners of the buses, drivers, pedestrians do not follow the rules and regulations. If everyone makes themselves aware of this, we can be free from it.

অনুবাদ (ভাবানুবাদ)

ট্রাফিক জ্যাম হচ্ছে স্থির কিংবা খুব ধীরে চলমান যানবাহনের এক বা একাধিক লাইন যা হয়ে থাকে রাস্তায় অধিক পরিমাণে যানবাহন থাকার কারণে। বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে এটি একটি কমন সমস্যা। আধুনিক যুগের অন্যতম বড় সমস্যা এই ট্রাফিক জ্যাম। এটি আমাদের দৈনন্দিন জীবনে বড় বড় সমস্যা তৈরি করে, আমাদের জীবনে তৈরি করে এক শোচনীয় অবস্থা। একটি সমীক্ষা অনুযায়ী শুধু ঢাকাতেই ট্রাফিক জ্যামের কারণে প্রতিদিন ৫০ লক্ষ কর্মঘন্টা নষ্ট হয়। ফলশ্রুতিতে প্রতি বছর বাংলাদেশের ক্ষতি হচ্ছে প্রায় ৩৭ হাজার কোটি টাকা। ট্রাফিক জ্যাম তৈরি হওয়ার পেছনে কিছু কারণ রয়েছে। প্রথমত, গাড়ির চালকরা আইনকানুন মেনে চলে না, পথচারীরাও মানতে চায় না। দ্বিতীয়ত, একই রাস্তায় একাধিক গতির যান চলাচল করে থাকে। উদাহারণস্বরূপ বলা যায়, একই রাস্তায় যদি একটি প্রাইভেট কার এবং রিকশা চলে, তাহলে কোনোভাবেই প্রাইভেট কারটি তার স্বাভাবিক গতিতে চলতে পারবে না। বাস স্ট্যান্ডগুলোতে বাস ড্রাইভাররা বসে থাকে, বাস চালু করেন না আরও যাত্রীর লোভে, ফলে এর আশেপাশে জ্যামের সৃষ্টি হয়। ছুটির দিন বাদে অন্যান্য দিন সকালে আর বিকালে রাস্তায় জ্যামের সৃষ্টি হয় কারণ, স্কুল, কলেজ, অফিস কিংবা অন্য যেকোনো কর্মস্থলগামীরা একসাথে রাস্তায় থাকে সেসময়। ঢাকা এবং চট্টগ্রামের মতো সিটিতে বাজে ড্রেনেজ সিস্টেমের কারণে বর্ষাকালে জ্যাম হয়ে থাকে। পাশাপাশি বিভিন্ন সড়কে উন্নয়নমূলক কাজ চলার কারণেও এই জ্যামের সৃষ্টি হচ্ছে। এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সময় স্কুল এবং কলেজের সামনের রাস্তা ব্লক হয়ে থাকে। এই ট্রাফিক জ্যামের কারণে আমাদের অনেক ক্ষতি হলেও এটির সমাধানও সম্ভব যদি রাষ্ট্র ভালোভাবে পরিকল্পনা করে এবং চালকরা ট্রাফিক আইন মেনে চলে। রাষ্ট্র অনেকভাবেই চেষ্টা করছে এই জ্যাম কমানোর যার মধ্যে কয়েকটি হচ্ছে সড়কের উন্নয়ন, ৮ লেনে উত্তীর্ণকরণ, ফ্লাইওভার তৈরি। ঢাকা সিটি কর্পোরেশন সাম্প্রতিক সময়ে 'ঢাকা নগর পরিবহন' নামের বাস সার্ভিস চালু করেছে সড়কে জ্যাম কমানোসহ অন্যান্য দিকেরও উন্নয়নের লক্ষে। কিন্তু যদি না বাসের মালিক, চালক এবং পথচারীরা সকল আইন মেনে চলছে, ততক্ষন এটি সমাধান করা সম্ভব হবে না। যদি প্রত্যেকে নিজেকে এ বিষয়ে সচেতন করে তোলে, তবে আমরা এখান থেকে মুক্তি পেতে পারবো বলে আশা করা যায়।

Traffic Jam Paragraph টির পিডিএফ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

আরও দেখুন:

Md. Rabiul Mollah

Okay! So here I'm Md. Rabiul Mollah from Pathgriho Network. I'm currently a student of B.Sc in Textile Engineering Management at Bangladesh University of Textiles. facebook instagram github twitter linkedin

Previous Post Next Post

এই লেখাটি আপনার সোশ্যাল মিডিয়া ওয়ালে শেয়ার করুন 😇 হয়তো এমনও হতে পারে আপনার শেয়ার করা এই লেখাটির মাধ্যমে অন্য কেউ উপকৃত হচ্ছে! এবং কারো উপকার করার থেকে ভাল আর কি হতে পারে?🥺