৬ষ্ঠ শ্রেণির বিজ্ঞান ১ম অধ্যায়: বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ (গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর PDF Download)

৬ষ্ঠ শ্রেণির বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের নাম 'বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর একসাথে করা দেয়ার উদ্দেশ্য থেকেই এই ব্লগ পোস্ট।

৬ষ্ঠ শ্রেণির বিজ্ঞান: বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ (গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর PDF সহ)


এই অধ্যায় থেকে আমরা যা যা জানতে পারবো তা হচ্ছে:
  • বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং পরীক্ষণ ব্যাখ্যা করতে পারবো।
  • বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপসমূহ ব্যাখ্যা করতে পারবো।
  • পরিমাপের প্রয়োজনীয়তা এবং এককের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব।
  • মৌলিক ও যৌগিক একক ব্যখ্যা করতে পারবো।
  • দৈর্ঘ্য, ভর ও সময় পরিমাপ করতে পারব।
  • বিভিন্ন পদার্থের আয়তন পরিমাপ করতে পারব।
  • তাপমাত্রা পরিমাপ করতে পারব।
তাহলে এই অধ্যায় থেকে যেসব প্রশ্ন হতে পারে সেসব নিয়ে আলোচনা শুরু করা যাক।

১) বিজ্ঞান কী?

ভৌত জগতের যা কিছু পর্যবেক্ষণযোগ্য, পরীক্ষণযোগ্য, যাচাইযোগ্য তাঁর সুশৃঙ্খল, নিয়মতান্ত্রিক গবেষণা ও সেই গবেষণালব্ধ জ্ঞানই বিজ্ঞান।

২) বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ কয়টি ও কী কী?

বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ ৮টি। যথা:
  • সমস্যা নির্বাচন
  • বিদ্যমান তথ্য সংগ্রহ
  • সম্ভাব্য ফলাফল
  • পরীক্ষণ ও পর্যবেক্ষণের পরিকল্পনা এবং উপাত্ত সংগ্রহের উপকরণ তৈরি।
  • পর্যবেক্ষণ ও উপাত্ত সংগ্রহ
  • প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ
  • সম্ভাব্য ফলাফল গ্রহণ বা বর্জন
  • ফলাফল প্রকাশ

৩) পরিমাপ বলতে কী বুঝ?

ভৌত জগতের যে কোনো রাশির পরিমান নির্ণয়কে পরিমাপ বলে।

৪) মৌলিক একক এবং যৌগিক একক কাকে বলে?

মৌলিক একক, যোগিক একক সহ একক সংশ্লিষ্ট আরও অনেক প্রশ্নের উত্তর জানতে পড়ুন: পদার্থবিজ্ঞানের এককের চৌদ্দগোষ্ঠী উদ্ধার

৫) দৈর্ঘ্যের একক কী?

দৈর্ঘ্যের আন্তর্জাতিক একক হলো মিটার।

৬) ভর এবং সময়ের একক কী?

ভর এবং সময়ের আন্তর্জাতিক একক হলো কিলোগ্রাম এবং সেকেন্ড।

৭) পরিমাপ কেন প্রয়োজন বা প্রতিটি কাজে সঠিক পরিমাপ প্রয়োজন কেন?

পরিমাপের বদলে অনুমান করে কাজ করলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না। অনেক সময় কম বেশির কারণে বিভিন্ন ক্ষতি হতে পারে। বৈজ্ঞানিক কোনো রাসায়নিক গবেষণায় কোনো রাসায়নিক দ্রব্য কম বা বেশি হয়ে গেলে যেকোনো বিপদ ঘটে যেতে পারে। এছাড়া আরও অনেক উদাহারণই দেখা যাবে। এসকল কারণেই পরিমাপ প্রয়োজন।

৮) ক্যান্ডেলা কী?

আলোক ঔজ্জ্বল্য পরিমাপের এককই ক্যান্ডেলা।

৯) একটি কাঠের টুকরোর দৈর্ঘ্য ২.৫ মিটার বলতে কী বুঝ?

একটি কাঠের টুকরোর দৈর্ঘ্য ২.৫ মিটার বলতে বুঝায় এখানে দৈর্ঘ্যের একক মিটার এবং কাঠের দৈর্ঘ্য তাঁর ২.৫ গুণ।

১০) পরিমাপের একক কাকে বলে?

পরিমাপের জন্য কোনো রাশির যে অংশকে আদর্শ ধরে নিয়ে রাশিটি পরিমাপ করা হয় তাকে পরিমাপের একক বলে।

১১) মিটার স্কেল দিয়ে অসম বস্তুর আয়তন নির্ণয় করা সম্ভব না কেন?

মিটার স্কেল বা রুলার স্কেল দিয়ে মেপে কোনো অসম বস্তুর আয়তন নির্ণয় করা সম্ভব হয় না, কারণ এর মাধ্যমে অসম বস্তুটির দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা নির্ণয় করা অসম্ভব হয়ে পরে। আমরা জানি, মিটার স্কেল দিয়ে আয়তন নির্ণয় করতে চাইলে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা নির্ণয় করে এদেরকে গুন করতে হয়। যেহেতু অসম বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা মিটার স্কেল দিয়ে নির্ণয় করা অসম্ভব রকমের, তাই মিটার স্কেল দিয়ে আয়তন নির্ণয় করা যায় না।

আয়তন নির্ণয়ের সূত্র

১২) আয়তনের একককে যৌগিক একক বলা হয় কেন?

আমরা জানি, যে একক একাধিক মৌলিক একক থেকে পাওয়া যায় তাকে যৌগিক একক বা লব্ধ একক বলে। আয়তনের একক ঘনমিটারকে পাওয়া যায় মিটার (দৈর্ঘ্য) `\times` মিটার (প্রস্থ) `times` মিটার (উচ্চতা)-এর মাধ্যমে অর্থাৎ একই মৌলিক একককে তিনবার ব্যবহার করে তাই আয়তনের একককে যৌগিক একক বলে।

১৩) এককের গুণিতক বা ভগ্নাংশের প্রয়োজন হয় কেন?

অনেক বড় কিংবা অনেক ছোট কোনো কিছুর পরিমাপ করার জন্য এককের গুণিতক বা ভগ্নাংশের প্রয়োজন হয়।
উদাহারণস্বরূপ বলা যায়, একটি সাধারণ বুকসেলফের উচ্চতা আমরা চাইলে মিটার দিয়ে মাপতে পারি, কিন্তু যখন ছোট একটি পেন্সিলের দৈর্ঘ্য মাপবো তখন সেন্টিমিটারে মাপলে আমরা বেশি ভালোভালে তাঁর দৈর্ঘ্য সম্পর্কে ধারনা পাব। আবার যদি একেবারে অনুবীক্ষণিক কোনোকিছুর দৈর্ঘ্য পরিমাপ করি তখন আমাদেরকে অনেক ছোট ভগ্নাংশের প্রয়োজন হয়। আবার পৃথিবী থেকে সূর্যের দূরত্ব পরিমাপ করতে গেলে এককের গুণিতক প্রয়োজন হবে।

১৪) পরিমাপের ক্ষেত্রে ক্ষেত্রফল ও আয়তনের পার্থক্য কোথায়?

দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল হচ্ছে ক্ষেত্রফল, অন্যদিকে কোনো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার গুণফল হচ্ছে আয়তন। নিচে এদের পার্থক্য ছকে দেখানো হলো:

ক্রম ক্ষেত্রফল আয়তন
কোনো বস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল হচ্ছে ক্ষেত্রফল
কোনো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার গুণফল হচ্ছে আয়তন।
ক্ষেত্রফলের একক বর্গএকক
আয়তনের একক ঘনএকক

এই ব্লগ পোস্ট এপর্যন্তই। আরও জানার থাকলে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজে। ধন্যবাদ পাঠগৃহ দ্যা রিডিং রুমের সাথে থাকার জন্য।


আরও দেখুন:
Md. Rabiul Mollah

Okay! So here I'm Md. Rabiul Mollah from Pathgriho Network. I'm currently a student of B.Sc in Textile Engineering Management at Bangladesh University of Textiles. facebook instagram github twitter linkedin

Previous Post Next Post

এই লেখাটি আপনার সোশ্যাল মিডিয়া ওয়ালে শেয়ার করুন 😇 হয়তো এমনও হতে পারে আপনার শেয়ার করা এই লেখাটির মাধ্যমে অন্য কেউ উপকৃত হচ্ছে! এবং কারো উপকার করার থেকে ভাল আর কি হতে পারে?🥺