পদার্থবিজ্ঞান সংশ্লিষ্ট এককের চৌদ্দগুষ্ঠি উদ্ধার

একক কাকে বলে?

যে আদর্শ পরিমাণের সাথে তুলনা করে কোনো ভৌত রাশিকে পরিমাপ করা হয় তাকেই একক বা পরিমাপের একক বলা হয়। 

পদার্থবিজ্ঞান সংশ্লিষ্ট এককের চৌদ্দগুষ্ঠি উদ্ধার


একক কত প্রকার?

একক মূলত ৩ প্রকার:

  • মৌলিক একক/আদি একক/মূল একক/Fundamental Unit
  • লব্ধ একক/প্রাপ্ত একক/যৌগিক একক/Derived Unit
  • ব্যবহারিক একক/Practical Unit


মৌলিক একক কাকে বলে?

যে একক অন্য এককের উপর নির্ভর করে না এবং স্বাধীন তাকে মৌলিক একক বলে।  

মৌলিক একক কতটি?

মৌলিক একক ৩টি। এগুলো হলো

  • দৈর্ঘ্যের একক
  • ভরের একক
  • সময়ের একক
তথ্যসূত্র: পদার্থবিজ্ঞান প্রথম পত্র (ড. আমির হোসেন খান, প্রফেসর মোহাম্মদ ইসহাক, ড. মো. নজরুল ইসলাম) - পঞ্চম সংস্করণ, ২০১৭
এসবের বাইরে কেলভিন, অ্যাম্পিয়ার, রেডিয়ান, স্টেরিডিয়ান, ক্যান্ডেলা এবং মোলও।


লব্ধ বা যৌগিক একক কাকে বলে?

মৌলিক একক থেকে যেসকল একক গঠন করা যায় তাদেরকে লব্ধ একক বা যৌগিক একক বলে। যেমন ক্ষেত্রফলের এককের জন্য একই মৌলিক একক ২ বার প্রয়োজন। 

লব্ধ এককের উদাহারণ: আয়তনের একক, বেগের একক, বলের একক ইত্যাদি।


নিজে করো:

১. মৌলিক একক ও যৌগিক এককের মধ্যে পার্থক্য লিখ।

২. নিউটন একটি লব্ধ একক- ব্যাখ্যা কর।

এ দুটি প্রশ্নের উত্তর জেনে না থাকলে এখানে ক্লিক করুন। 


ব্যবহারিক একক কাকে বলে?

কোনো এককের খুব বড় বা খুব ছোট মান হিসাবের জন্য আরও অনেক একক ব্যবহার করা হয়। যেমন টন, কিলোমিটার ইত্যাদি। এদেরকে ব্যবহারিক একক বলে।


একক লেখার পদ্ধতি

একক লেখার জন্য অনেকগুলো নিয়ম/পদ্ধতি অনুসরন করতে হয়, তার মধ্যে অন্যতম কয়েকটি উল্লেখ করা হলো এখানে।

  • একক বহুবচনে হবে না।
  • এককের পর ফুলস্টপ দেয়া যাবে না।
  • বিজ্ঞানের সঠিক পরিমাপে দিন, সপ্তাহ, মাস, বছর ইত্যাদি একক ব্যবহার করা যায় না।

এককের পদ্ধতি

এককের পদ্ধতি ৩ টি।

১. সিজিএস পদ্ধতি (CGS System)

সিজিএস সিস্টেমকেই মেট্রিক সিস্টেম বলা হয়। সিজিএস এর C তে সেন্টিমিটার, G তে তে গ্রাম এবং S এ সেকেন্ড ব্যবহার করা হয়।


২. এমকেএস পদ্ধতি (MKS System) 

এই পদ্ধতিতে M,K এবং S দিয়ে মিটার, কিলোগ্রাম এবং সেকেন্ড বুঝায়।


৩. এফপিএস পদ্ধতি

F - ফুট

P - পাউন্ড

S - সেকেন্ড


৪. M.K.S.A. পদ্ধতি

মিটার, কিলোগ্রাম, সেকেন্ড এবং অ্যাম্পিয়ার ব্যবহৃত একক। এটি একটি সুসংগত পদ্ধতি।


৫. এস.আই একক

বর্তমানে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড হিসেবে এই পদ্ধতিই ব্যবহৃত হয়। এ পদ্ধতিতে বিভিন্ন পরিমাপের একক গুলো নিচে উল্লেখ করা হলো

  • দৈর্ঘ্য - মিটার (m) 
  • ভর - কিলোগ্রাম (kg)
  • সময় - সেকেন্ড (s)
  • তাপমাত্রা - কেলভিন (K)
  • বিদ্যুৎ প্রবাহমাত্রা - অ্যাম্পিয়ার (A)
  • দ্বিমাত্রিক কোণ - রেডিয়ান (rad)
  • ত্রিমাত্রিক কোণ - স্টেরিডিয়ান (Sr)
  • দীপন মাত্রা - ক্যান্ডেলা (cd)
  • পদার্থের পরিমাণ - মোল (mol)
  • বল - নিউটন (N)
  • শক্তি - জুল (J)
  • ক্ষমতা - ওয়াট (W)
  • তড়িতাধান - কুলম্ব (C)
  • বৈদ্যুতিক রোধ - ওহম (`\Omega`)
  • বৈদ্যুতিক বিভব - ভোল্ট (V)
  • কম্পাঙ্ক - হার্জ (Hz) 


একক রূপান্তর

  • ১০ মিলিমিটার = ১ সেন্টিমিটার
  • ১০ সেন্টিমিটার = ১ ডেসিমিটার
  • ১০ ডেসিমিটার = ১ মিটার
  • ১০ মিটার = ১ ডেকামিটার
  • ১০ ডেকামিটার = ১ হেক্টোমিটার
  • ১০ হেক্টোমিটার = ১ কিলোমিটার
  • ১০ কিলোমিটার = ১ মিরিয়া মিটার


এককের কত গুণ কি তার তালিকা (এককের উপগুণিতক)

ডেসি = `10^{-1}`

সেন্টি = `10^{-2}`

মিলি = `10^{-3}`

মাইক্রো = `10^{-6}`

ন্যানো = `10^{-9}`

পিকো = `10^{-12}`

ফেমটো = `10^{-15}`

অ্যাটো = `10^{-18}`


এককের গুণিতিক

ডেকা = `10^1`

হেকটো = `10^2`

কিলো = `10^3`

মিরিয়া = `10^4`

মেগা = `10^6`

গিগা = `10^9`

টেরা = `10^12`

পেটা = `10^15`

এক্সা =  `10^18`


ছোট বড় অন্যান্য এককের মধ্যাকার সম্পর্ক

১ এ্যাংস্ট্রম = `10^{-8}` সেমি = `10^{-10}` মি

১ এক্সরে ইউনিট (X. U.)  = `10^{-11}` সেমি = `10^{-13}` মি

১ মাইক্রোন (`\mu`) = ১ মাইক্রোমিটার - `10^{-4}` সেমি = `10^{-6}` মি

১ মিলিমাইক্রোন (`m\mu`) = `10^{-7}` সেমি = `10^{-9}` মি

১ মেগামিটার (Mm) = `10^8` সেমি = `10^6` মি

১ এস্ট্রোনোমিকাল ইউনিট (AU) = `1.495\times10^8` মিটার = `9.289\times10^7` মাইল 

১ আলোক বর্ষ (1y) = এক বছরে আলো যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে = `9.42\times10^{15}` মিটার = `9.42\times10^{12}` কিলোমিটার

১ পারসেক (pc) = `3.083\times10^{13}` কিলোমিটার

১ একক পারমাণবিক ভর (a.m.u) = 1.66\times10^{-27}` কিলোগ্রাম


বিগত বছরের এইচএসসি এবং ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন

১. বলের একককে মৌলিক এককের মাধ্যমে প্রকাশ কর। (চট্টগ্রাম বোর্ড, ২০১৫)

আমরা জানি, 

বল (F) = ভর `\times` ত্বরন = ma

ভরের একক kg এবং ত্বরণের একক `ms^{-2}`

সুতরাং বলের একক `kg ms^{-2}`


২. নিচের কোনটি দৈর্ঘ্যের S.I একক? (সিলেট বোর্ড, ২০১৭)

ক) সেন্টিমিটার

খ) মাইল

গ) মিটার

ঘ) ফুট

উত্তর: গ) মিটার 


৩. ১ ফার্মি বা ফেমটো সমান কত মিটার? (নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ২০১২-১৩)

ফেমটো = `10^{-15}`


এসকল এককের বাইরে গিয়ে আরও দেখুন

Md. Rabiul Mollah

Okay! So here I'm Md. Rabiul Mollah from Pathgriho Network. I'm currently a student of B.Sc in Textile Engineering Management at Bangladesh University of Textiles. facebook instagram github twitter linkedin

Previous Post Next Post

এই লেখাটি আপনার সোশ্যাল মিডিয়া ওয়ালে শেয়ার করুন 😇 হয়তো এমনও হতে পারে আপনার শেয়ার করা এই লেখাটির মাধ্যমে অন্য কেউ উপকৃত হচ্ছে! এবং কারো উপকার করার থেকে ভাল আর কি হতে পারে?🥺