HSC Botany: জীব প্রযুক্তি

এই অধ্যায়ের বিষয়বস্তু

  • টিস্যু কালচার প্রযুক্তি
  • জেনেটিক ইঞ্জিনিয়ারিং
  • জিন ক্লোনিং
  • জীব প্রযুক্তির ব্যবহার
  • জিনোম সিকোয়েন্সিং এর প্রয়োগ
  • জীব প্রযুক্তির প্রয়োগে জীবনিরাপত্তার বিধানসমূহ 

HSC Botany: জীব প্রযুক্তি


গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন বা 'ক' নং প্রশ্ন

১. প্লাজমিড কি?

ব্যাকটেরিয়া কোষে ক্রোমোসোম বহির্ভূত গোলাকার স্বতন্ত্র DNA-ই প্লাজমিড।

২. জিনোম কি? 

কোনো জীবের একটি পূর্ণাঙ্গ DNA সেটই হলো জিনোম।

৩. ইনসুলিন কি?

ইনসুলিন হলো অগ্ন্যাশয়ের বিটা কোষ হতে নিঃসৃত হরমোন যা রক্তে বিদ্যমান গ্লুকোজের উচ্চ মাত্রাকে কমিয়ে স্বাভাবিক মাত্রায় নিয়ে আসে।

৪. PCR কি?

Polymerage Chan Reaction হলো একটি চেইন বিক্রিয়া যার মাধ্যমে একটি জিনের হুবহু কপি করা হয়।

৫. এক্সপ্লান্ট কি? 

টিস্যু কালচারের উদ্দেশ্যে উদ্ভিদ থেকে পৃথক করে নেয়া অংশই এক্সপ্লান্ট।

৬. ইন্টারফেরন কি?

ইন্টারফেরন হলো একধরনের উচ্চ আনবিক ওজন সম্পন্ন প্রোটিন যা ক্যান্সার কোষের বৃদ্ধি ও ভাইরাসের বংশবৃদ্ধিতে বাধা দেয়।

৭. GMO কি?

Genetically Modified Organism হলো এক বিশেষ ধরনের উদ্ভিদ যা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কাঙ্ক্ষিত DNA স্থানান্তরের মাধ্যমে তৈরি করা হয়।

৮. Bt বেগুন কি?

Bt বেগুন হলো Bacillus thuringiensis নামক একটি সয়েল ব্যাকটেরিয়া থেকে ক্রিস্টাল প্রোটিন জিন বেগুনের জিনে অন্তর্ভুক্ত করে উৎপন্ন একটি Genetically Modified বেগুন।

৯. রেস্ট্রিকশন এনজাইম কি?

যে এনজাইম প্রয়োগ করে DNA অনুর সুনির্দিষ্ট অংশ কাঁটা যায়, তাকেই রেস্ট্রিকশন এনজাইম বলে।


গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন বা 'খ' নং প্রশ্ন

১. জিনোম সিকোয়েন্সিং বলতে কি বুঝ?

DNA অণুর অনুদৈর্ঘ্য ATGC বেসগুলো কোন অনুক্রমে সাজানো থাকলে তা উদঘাটন করাই হলো জিনোম সিকোয়েন্সিং। আধুনিক বিজ্ঞানের এই প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের বিজ্ঞানীরা পাটের জীবিন রহস্য উদঘাটন করেছেন। 


২. রেস্ট্রিকশন এনজাইম বলতে কি বুঝ?

যে এনজাইম প্রয়োগ করে DNA অণুর সুনির্দিষ্ট অংশ কর্তন করা হয়, তাকে রেস্ট্রিকশন এনজাইম বলে। বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থেকে এপর্যন্ত ২৫০ ধরনের রেস্ট্রিকশন এনজাইম পৃথক করা হয়েছে। যেমন Eco RI, Hind III ইত্যাদি।


৩. জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে কি বুঝ?

কোনো জীবকোষ থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী DNA খন্ডাণু পৃথক করে ভিন্ন একটি জীবকোষের DNA এর সাথে জোড়া দিয়ে তাতে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের প্রকাশ ঘটানোর কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। 


৪. নতুন GMO অবমুক্তকরণে জীবনিরাপত্তার নীতিমালা গুরুত্বপূর্ণ কেন?

নতুন GMO অবমুক্তকরণে জীবনিরাপত্তার নীতিমালা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ এটি মেনে না চললে, তা জীবের জন্য ক্ষতির কারণ হতে পারে। এমনকি পুরো জীবজগতের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। 

গুরুত্বপূর্ণ প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন বা 'গ' এবং 'ঘ' নং প্রশ্ন

  • টিস্যুকালচার প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে উন্নত জাতের উদ্ভাবন।
  • খাদ্য নিরাপত্তায় টিস্যু কালচার।
  • টিস্যু কালচারের গুরুত্ব এবং সচিত্র বর্ণনা
  • দ্বিনিষেক ও টিস্যুকালচার
  • রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি, ধাপ এবং ব্যবহার
  • DNA ফিঙ্গারপ্রিন্ট এর সম্ভাবনা ও সীমাবদ্ধতা


অনুশীলনের জন্য দুটি সৃজনশীল প্রশ্ন

১.মি. রহিম একজন বৈজ্ঞানিক কর্মকর্তা৷ তিনি আর্কিড চাষ এবং আধুনিক কৃত্রিম প্রযুক্তি প্রয়োগ করে কম সময়ে অনেক রোগমুক্ত আর্কিড চারা উৎপাদনের সিদ্ধান্ত নেন। অন্যদিকে তিনি কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতিতে লেবু চাষ করেন।

ক) অ্যাপোগ্যামি কি?

খ) উদ্ভিদ প্রজনন বলতে কি বুঝ?

গ) উদ্দীপক অনুযায়ী অর্কিড চাষ পদ্ধতি ব্যাখ্যা কর। 

ঘ) উদ্দীপকে উল্লিখিত পদ্ধতি দুটির পার্থক্য বিশ্লেষণ কর। 

- ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ


২. ডায়াবেটিস আক্রান্ত জহির সাহেব ডাক্তারের কাছে গেলে ডাক্তার তাকে ঔষধ হিসেবে এক ধরনের হরমোন গ্রহন করতে বললেন যা এক ধরনের জৈব প্রযুক্তির দ্বারা তৈরি করা হয়ে থাকে। 

ক) উগ্যামাস জনন কি?

খ) জিনোম সিকোয়েন্সিং বলতে কি বুঝ?

গ) উপরোক্ত হরমোন তৈরির প্রযুক্তিটি বর্ণনা কর।

ঘ) উদ্দীপকের প্রযুক্তিটি কৃষি ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ, ব্যাখ্যা কর।


বিশেষ দ্রষ্টব্য

জীববিজ্ঞান প্রথম পত্রের সৃজনশীল অংশের উপর এইচএসসি ২০২১ এবং ২০২২ এর শিক্ষার্থীদের জন্য পাঠগৃহ নেটওয়ার্ক নিয়ে এসেছে ৫৪ পৃষ্ঠার ই-বুক "শর্ট সিলেবাসের বেস্ট সাজেশন" সিরিজের প্রথম ই-বুকটি। ই-বুকটি সংগ্রহ করতে Collect E-Book এ ক্লিক করুন। 

Md. Rabiul Mollah

Okay! So here I'm Md. Rabiul Mollah from Pathgriho Network. I'm currently a student of B.Sc in Textile Engineering Management at Bangladesh University of Textiles. facebook instagram github twitter linkedin

Previous Post Next Post

এই লেখাটি আপনার সোশ্যাল মিডিয়া ওয়ালে শেয়ার করুন 😇 হয়তো এমনও হতে পারে আপনার শেয়ার করা এই লেখাটির মাধ্যমে অন্য কেউ উপকৃত হচ্ছে! এবং কারো উপকার করার থেকে ভাল আর কি হতে পারে?🥺