সেলসিয়াস থেকে ফারেনহাইটে তাপমাত্রা রূপান্তর

সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন- এই তিনটি তাপমাত্রা পরিমাপের স্কেল আমরা আমাদের প্রায় প্রতিদিনকার দিনেই দেখতে পাই বা জেনে-না জেনে কোনো না কোনোভাবে ব্যবহার করছি। আজকের দিনের তাপমাত্রা কত? আজকের সর্বোচ্চ তাপমাত্রা কত? গত ১০ বছরে বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা কত? মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? এতসব হিসাব আমরা সাধারণত কেউ করে থাকি সেলসিয়াসে, কেউ বা করে থাকি ফারেনহাইটে। 

সেলসিয়াস থেকে ফারেনহাইটে তাপমাত্রা রূপান্তর


বিভিন্ন সময় আমরা এক স্কে্লে নির্ণয় বা পরিমাপ করে থাকি এবং পরে দেখি যে অন্য স্কে্লে তার মান কত তা জানা আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে পরেছে। সেসময় আমরা ৩ ভাবে সেলসিয়াসকে ফারেনহাইটে রূপান্তর করতে পারি। 

  1. সূত্রের সাহায্যে
  2. সরাসরি সায়েন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে
  3. অনলাইন সেলসিয়াস-ফারেনহাইট ক্যালকুলেটর বা টুলের সাহায্যে।

সূচিপত্র (toc)

সূত্রের সাহায্যে

সূত্রের সাহায্যে নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে সূত্রটি ব্যবহার করে থাকি তা হলো, তাপমাত্রার স্কেল গুলোর মধ্যাকার সম্পর্ক। এক্ষেত্রে বিভিন্ন হিসাবনিকেশ শেষ করে আমরা শেষ যে লাইনটি পাই তা হলো্‌, 

`\frac C5=\frac{F-32}9`

এখানে,

C হলো সেলসিয়াস স্কেলে তাপমাত্রা এবং

F হলো ফারেনহাইট স্কেলে তাপমাত্রা। 


এই সমীকরণে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা দিয়ে ক্যালকুলেশন সম্পন্ন করলেই ফারেনহাইট স্কেলে তাপমাত্রা পাওয়া যাবে।  

যেমন, 

২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে প্রকাশ কর।

উত্তর: 

উপরে উল্লেখিত সূত্রে C এর মান বসিয়ে পাই, 

`\frac{30}5=\frac{F-32}9`

বা, ` 6\times9=F-32`

বা, `54+32=F`

সুতরাং, `F=86`


সায়েন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে

সায়েন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজেই সেলসিয়াস থেকে ফারেনহাইট স্কেলে রূপান্তর করা যায়। এখানে Casio Fx-991ES Plus এবং ঐ জাতীয় ফাংশনের ক্যালকুলেটরে কিভাবে নির্ণয় করবেন তা দেখানো হলো। অন্যান্য মডেলেও করা সম্ভব।


Casio Fx-991ES Plus ক্যালকুলেটর ব্যবহার করে সেলসিয়াসকে ফারেনহাইট করার ট্রিক্স

ধাপ ১. SHIFT চেপে 8 চাপতে হবে। ফলে Converter ওপেন হবে।

ধাপ ২. 38 লিখতে হবে।

ধাপ ৩. কার্সরটিকে সঠিক জায়গায় নিয়ে সেলসিয়াস মানটি দিতে হবে। যেমন এক্ষেত্রে 30 দেয়া হলো।

ধাপ ৪. এরপর সমান চাপতে হবে। ব্যাস ফলাফল চলে আসবে। 


টুল ব্যবহার করে সেলসিয়াসকে ফারেনহাইটে রূপান্তর

এটি খুবই সহজ প্রক্রিয়া। আপনি নিচের ক্যালকুলেটর/টুলে বাংলায় সেলসিয়াস ইনপুট দিয়ে ‘ফারেনহাইট করুন’ বাটনে ক্লিক করলেই ফারেনহাইট স্কেলে তাপমাত্রা পেয়ে যাবেন। যদি আবার আরও একটিকে রূপান্তর করতে চান, তবে ‘আরেকটি মান দেখুন’ বাটনে ক্লিক করে টুলটিকে আবার তৈরি করুন নতুন ক্যালকুলেশনের জন্য। 


সেলসিয়াস থেকে ফারেনহাইট










FAQs

১. এক সেলসিয়াসে কত ফারেনহাইট?

উত্তর: ৩৩.৮০ ফারেনহাইট।

২. ০ ডিগ্রি সেলসিয়াসে কত ফারেনহাইট?

উত্তর: ৩২.০০ ডিগ্রি ফারেনহাইট।

৩. সেলসিয়াস ও ফারেনহাইটের সম্পর্ক কি?

উত্তর: C/5=(F-32)/9 

Md. Rabiul Mollah

Okay! So here I'm Md. Rabiul Mollah from Pathgriho Network. I'm currently a student of B.Sc in Textile Engineering Management at Bangladesh University of Textiles. facebook instagram github twitter linkedin

Previous Post Next Post

এই লেখাটি আপনার সোশ্যাল মিডিয়া ওয়ালে শেয়ার করুন 😇 হয়তো এমনও হতে পারে আপনার শেয়ার করা এই লেখাটির মাধ্যমে অন্য কেউ উপকৃত হচ্ছে! এবং কারো উপকার করার থেকে ভাল আর কি হতে পারে?🥺