১ কেজি সমান কত সের এবং ১ সের সমান কত কেজি?

কেজি আর সেরকে আমরা প্রায়শই একই হিসেবে বলে থাকি। কিন্তু প্রকৃতার্থে কেজি এবং সেরের হিসাবের মধ্যে পার্থক্য রয়েছে। দুটি একই নয়। আমরা অনেকেই বলে থাকি ৪০ কেজি আর ৪০ সের একই, আর দুটোই এক মণ পরিমাণ। এই বিষয়টি ভুল। কেজি আর সের সমান না। আজকে আমরা কেজি এবং সেরের হিসাব কতটুকু কেমন তা জানার পাশাপাশি সহজেই কিভাবে রূপান্তর করা যায়, তা জানার চেষ্টা করব। 

১ কেজি সমান কত সের এবং ১ সের সমান কত কেজি?

১ কেজি = ১.০৭১৬৯ সের

১ সের = ০.৯৩৩১ কেজি


নিচের কনভার্টার দিয়ে আমরা সহজেই কেজি থেকে সের এবং সের থেকে কেজিতে রূপান্তর করতে পারব। তাহলে চলুন কেজি-সের রূপান্তর টুল ব্যবহার করা যাক। এক্ষেত্রে মনে রাখবেন, ইনপুট দেয়ার সময় অবশ্যই ইংরেজিতে দিবেন। বাংলায় ইনপুট দিলে আউটপুট আসবে না। 

কেজি থেকে সেরে রূপান্তর








সের থেকে কেজিতে রূপান্তর








কেজি থেকে সের সারণী

কেজিসের
১.০৭১৬৯৬
২.১৪৩৩৯২৯৯
৫.৩৫৮৪৮
১০১০.৭১৬৯৬৫
২০২১.৪৩৩৯৩
৫০৫৩.৫৮৪৮
১০০১০৭.৭৬৯৬৫
২০০২১৪.৩৩৬৯
৫০০৫৩৫.৮৪৮
১০০০১০৭৭.৬৯৬৫

সের থেকে কেজি সারণী

সেরকেজি
০.৯৯৩১
১.৮৬৬২
৪.৬৬৫৫
১০৯.৯৩১
২০১৮.৬৬২
৫০৪৬.৬৫৫
১০০৯৯.৩১
২০০১৮৬.৬২
৫০০৪৬৬.৫৫
১০০০৯৯৩.১
Md. Rabiul Mollah

Okay! So here I'm Md. Rabiul Mollah from Pathgriho Network. I'm currently a student of B.Sc in Textile Engineering Management at Bangladesh University of Textiles. facebook instagram github twitter linkedin

Previous Post Next Post

এই লেখাটি আপনার সোশ্যাল মিডিয়া ওয়ালে শেয়ার করুন 😇 হয়তো এমনও হতে পারে আপনার শেয়ার করা এই লেখাটির মাধ্যমে অন্য কেউ উপকৃত হচ্ছে! এবং কারো উপকার করার থেকে ভাল আর কি হতে পারে?🥺