SSC ICT Model Test: কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা

এসএসসি সিলেবাসের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর ২য় মডেল টেস্ট। ৬ টি অধ্যায়ের উপর ৬ টি মডেল টেস্ট প্রকাশ করার চেষ্টা করবে “পাঠগৃহ The Reading Room” এটি যার ২য়। প্রতিটি পর্বে থাকবে ২৫ টি করে প্রশ্ন ও উত্তর। কিছু বহুনির্বাচনী প্রশ্ন ও বাকিগুলো সংক্ষিপ্ত প্রশ্নের আকারে দেয়া হবে।



দ্বিতীয় অধ্যায়: কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা

১. সারা বিশ্বের কম্পিউটার গুলোর মধ্যে কোন অপারেটিং সিস্টেম বেশি ব্যবহৃত হয়?

উত্তর: উইন্ডোজ অপারেটিং সিস্টেম।

২. বর্তমান সময়ে হালনাগাদ এন্টিভাইরাস ছাড়া আইসিটি যন্ত্র ব্যবহার করা কেমন?

উত্তর: অত্যন্ত ঝুঁকিপূর্ণ 

৩. সফটওয়্যার ইন্সটল করার পর চালানোর আগে কি করা উচিত?

উত্তর: একবার কম্পিউটার রিস্টার্ট করা উচিত।  

(একটি সফটওয়্যার ইন্সটল করা সম্পর্কে সম্যক ধারণা পেতে এখানে ক্লিক করুন)

 

৪. রান কমান্ড চালু করার জন্য কীবোর্ডের কোন দুটি বোতাম একসাথে চেপে ধরতে হয়?

উত্তর: উইন্ডোজ + r

৫. সফটওয়্যার ডিলিট করার জন্য Run Command চালু করে কি লিখে OK বাটনে ক্লিক করতে হবে?

উত্তর: regedit

৬. VIRUS এর পূর্ণরূপ কি?

উত্তর: Vital Information and Resources Under Siege.

৭. VIRUS কে নামকরণ করেন?

উত্তর: ১৯৮০ সালে University of New Haven এর অধ্যাপক ফ্রেড কোহেন।

৮. কয়েকটি ভাইরাসের নাম লিখ।

উত্তর: স্টোন, ভিয়েনা, সিআইএইচ, ফোল্ডার, ট্রোজান হর্স।

৯. কয়েকটি এন্টিভাইরাসের নাম লিখ।

উত্তর: এভিজি, এভাস্ট, ইসেট ইত্যাদি

১০. সন্দেহজনক সোর্স থেকে আগত ইমেইলকে কি বলা হয়?

উত্তর: Spam

১১. পাসওয়ার্ড সেট করার সময় কি কি মনে রাখা উচিত?

উত্তর: ক) নিজের বা পরিবারের কারও নাম সরাসরি ব্যবহার না করা।

খ) সংখ্যা, অক্ষর, বড় হাতের ও ছোটহাতের সংমিশ্রণ, বিভিন্ন প্রতিক ইত্যাদি যুক্ত হওয়া উচিত।

গ) বড় পাসওয়ার্ড ব্যবহার করা।

১২. সাইবার নিরাপত্তার জন্য -

2 Step Verification/authentication চালু রাখা উচিত

১৩. গেমে তীব্রভাবে আসক্ত মানুষের মস্তিষ্কে কিসের আবির্ভাস হয়?

উত্তর: বিশেষ উত্তেজক রাসায়নিক দ্রব্যের।

১৪. পরীক্ষা কিংবা অন্যান্য গুরুত্বপূর্ন ইভেন্টে ফেসবুক আইডি কি করে ফেলার অভ্যাস করতে হবে?

উত্তর: Deactivate

১৫.  BSA এর পূর্ণরূপ কি?

উত্তর: Business Software Alliance

১৬. পিসি ব্যবহারকারীদের মধ্যে প্রতি ১০ জনে কতজন পাইরেসিযুক্ত?

উত্তর: ৩ জন।

১৭. তথ্য অধিকার ২০০৯ এর ৭ম ধারায় কতটি বিষয়কে আইনের আওতামুক্ত রাখা হয়েছিলো?

উত্তর: ২০ টি

১৮. সিস্টেম অস্বাভাবিকভাবে গরম হয়ে বন্ধ হয়ে যায়৷ এক্ষেত্রে করণীয় কি?

উত্তর: কেবিনেট খুলে CPU ঠান্ডা হতে না পারার কারণ খুঁজতে হবে 

১৯. উইন্ডোজ রান করার সময় হঠাৎ আটকে যায়৷ এমন হলে কি করতে হবে?

উত্তর: এন্টিভাইরাস দিয়ে ডিস্ক চেক করে নতুন করে উইন্ডোজ ইন্সটল করা।

২০. মনিটরের পাওয়ার চালু কিন্তু পর্দায় কোনো ছবি নেই৷ এমন হলে কি করণীয়?

উত্তর: ভিডিও ক্যাবলটি ঠিক ভাবে লাগাও, ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট ঠিক করে নাও৷ তবুও না হলে মনিটরের টেম্পরারি অন/অফ বাটনে ক্লিক করে স্ক্রিন অফ করে অন করো।

২১. টেম্পোরারি ফাইল বেশি হলে কি হয়?

উত্তর: কম্পিউটার স্লো হয়ে যায়।

 

নিজে থেকে চেষ্টার জন্য:

২২. সফটওয়্যার ইন্সটল করতে গেলে প্রথমে কোন প্রোগ্রামটি চালু করতে হয়?

ক) Read Me

খ) Set Up

গ) Restart

ঘ) Auto Run

 

২৩. বর্তমান পৃথিবীর সম্পদ কি?

ক) কম্পিউটার

খ) টেককিব

গ) ইন্টারনেট

ঘ) তথ্য

* নিচের অনুচ্ছেদটি পড়ে ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও

পাঠগৃহের সিইও-এর বন্ধু রিফাত দেখছে কয়েকদিন ধরেই তার কম্পিউটার হঠাৎ বন্ধ হয়ে আবার চালু হচ্ছে। আরও দেখলো তার কম্পিউটারের কাজের গতিও কমে গেছে। তার হঠাৎ মনে পরলো তার অন্য এক বন্ধুর পেনড্রাইভ থেকে ভিডিও কপি করার পর থেকেই এমন হচ্ছে।

 

২৪. কম্পিউটারের এ অবস্থার জন্য কারণ কি থাকতে পারে?

ক) ওএস সফটওয়্যার

খ) ভাইরাস সফটওয়্যার

গ) ইউটিলিটি সফটওয়্যার

ঘ) এন্টিভাইরাস সফটওয়্যার

নিচের প্রশ্নের উত্তর ব্যাখ্যা করো:

২৫. কম্পিউটার গেম খেলার কিছু উপকারিতা আছে, তবে আসক্তি হয়ে যাওয়ার সম্ভাবনাও প্রচুর৷ আসক্তি থেকে বেচে থাকার উপায় ও আসক্ত হয়ে পরার ক্ষতিকর দিক ব্যাখ্যা করো।

Md. Rabiul Mollah

Okay! So here I'm Md. Rabiul Mollah from Pathgriho Network. I'm currently a student of B.Sc in Textile Engineering Management at Bangladesh University of Textiles. facebook instagram github twitter linkedin

Previous Post Next Post

এই লেখাটি আপনার সোশ্যাল মিডিয়া ওয়ালে শেয়ার করুন 😇 হয়তো এমনও হতে পারে আপনার শেয়ার করা এই লেখাটির মাধ্যমে অন্য কেউ উপকৃত হচ্ছে! এবং কারো উপকার করার থেকে ভাল আর কি হতে পারে?🥺