Palestine Flag We support Palestine — Standing for justice, freedom, and human rights.

অনলাইন তাসবিহ কাউন্টার

0

এই তাসবিহ কাউন্টারটি দিয়ে খুব সহজেই আপনার ট্যাপের সংখ্যা গণনা করতে পারবেন। সবুজ TAP বোতামে চাপ দিলে সংখ্যা বাড়বে, Decrease দিয়ে কমাতে পারবেন এবং Reset দিয়ে আবার শূন্য থেকে শুরু করতে পারবেন।

অনলাইন তাসবীহ গণনাকারী বাংলা

 

অনলাইন এই ফ্রি তাসবিহ কাউন্টারের মাধ্যমে কাজের ফাঁকে বা হাটতে হাটতে বা অলস বসে থেকে এক হাত মোবাইলের উপর রেখে আপনি চাইলে তাসবিহ পাঠ করতে পারেন, যা একই সাথে গণনাও হয়ে যাবে। ফ্রি এই তাসবিহ কাউন্টার দিয়ে আপনার ন্যূনতম কোনো লাভ হয়ে থাকলেই আমাদের স্বার্থকতা।

একটি গুরুত্বপূর্ণ তাসবিহ এবং তার ফজিলতও উল্লেখ করে দেয়া হলো আপনাদের সুবিদার্থে।

১। ফজরের পরে ও মাগরিবের পূর্বে ১০০ বার সুবহান আল্লাহ পড়লে আল্লাহর রাস্তায় ১০০টি উট দানের থেকে বেশি সওয়াব পাওয়া যায়। ১০০ বার আলহামদুলিল্লাহ পড়া আল্লাহর রাস্তায় আরোহণকারীসহ ১০০ ঘোড়া দানের থেকে উত্তম। ১০০ বার আল্লাহু আকবার পড়া ১০০ কৃতদাস মুক্ত করার চেয়ে উত্তম।

- সকাল সন্ধ্যার দুয়া ও যিকর, শায়খ আহমাদুল্লাহ, পৃষ্ঠা ৩২ (চতুর্থ সংস্করণ)

এরকম আরও তাসবীহ পেতে পারেন শায়খ আহমাদুল্লাহর এই সকাল সন্ধ্যার দুয়া ও যিকর বইতে। এই বইয়ের পিডিএফ পেয়ে যাবেন আমাদের পাঠগৃহ নেটওয়ার্কেই। সার্চ করুন বইয়ের নাম লিখে।

কেন এই Counter ব্যবহার করবেন?

  • এক ক্লিকে সংখ্যা গণনা
  • ভুল চাপ পড়ে গেলে কমানোর সুযোগ
  • একবার শেষ করে আবার শূন্য থেকে পড়ার জন্য রিসেট বাটন
  • সহজ ও পরিষ্কার ইন্টারফেস
  • মোবাইল ও ডেস্কটপ উভয়ের জন্য উপযোগী
  • কোনো লগইন বা সেটআপের ঝামেলা নেই
  • সম্পূর্ণ ফ্রি ও দ্রুত ব্যবহারযোগ্য

Md. Rabiul Mollah

Okay! So here I'm Md. Rabiul Mollah from Pathgriho Network. I'm currently a student of B.Sc in Textile Engineering Management at Bangladesh University of Textiles. facebook instagram github twitter linkedin

Previous Post Next Post

এই লেখাটি আপনার সোশ্যাল মিডিয়া ওয়ালে শেয়ার করুন 😇 হয়তো এমনও হতে পারে আপনার শেয়ার করা এই লেখাটির মাধ্যমে অন্য কেউ উপকৃত হচ্ছে! এবং কারো উপকার করার থেকে ভাল আর কি হতে পারে?🥺