স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে আমাদের এই লেখাটি সাজানো হয়েছে। এখানে পরীক্ষায় আসতে দেখা যায় এমন প্রশ্নগুলোকে তুলে দেওয়া হয়েছে। মূলত এই প্রশ্নগুলো বিভিন্ন সহায়ক বই, শিক্ষকদের সাজেশন, বিভিন্ন পরীক্ষার প্রশ্ন থেকে সংগ্রহ করা হয়েছে।
স্বাধীন-বাংলাদেশের-অভ্যুদয়ের-ইতিহাস বিষয়টি থেকে এই প্রশ্নগুলোর সবসময় আসতে দেখা যায়। এর মূল কারণ হচ্ছে এই প্রশ্নগুলো ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ অংশ থেকে করা হয়ে থাকে। এই প্রশ্নগুলো সম্পর্কে ভালোভাবে ধারণা থাকলে আপনি এই ধরনের আরও প্রশ্ন খুব সহজেই উত্তর করতে পারবেন। বেশকিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমাদের এই ওয়েবসাইটে দেওয়া রয়েছে যাদের Link সংযুক্ত করা আছে।
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের সংক্ষিপ্ত প্রশ্ন
| প্র: নং | প্রশ্ন |
|---|---|
| 1 | বাঙালি সংকর জাতি-ব্যাখ্যা কর। |
| 2 | মহান মুক্তিযুদ্ধের যেকোনাে দুটি সেক্টর সম্পর্কে আলােচনা কর। |
| 3 | লাহাের প্রস্তাব সম্পর্কে টীকা লেখ। |
| 4 | ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের কারণ ব্যাখ্যা কর। |
| 5 | ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের গুরুত্ব মূল্যায়ন কর। |
| 6 | লাহাের প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কী ছিল? |
| 7 | সংক্ষেপে মুক্তিযুদ্ধ শরণার্থীর অবস্থা সম্পর্কে আলােচনা কর। |
| 8 | সংক্ষেপে বঙ্গবন্ধুর বৈদেশিক নীতির ইতিবাচক দিকসমূহ উল্লেখ কর। |
| 9 | ১৯৬৯ সালের গণ-অভ্যুথানের কারণ আলােচনা কর। |
| 10 | ছয় দফা কী? ছয় দফার ধারাগুলাে তুলে ধর। |
| 11 | বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের মূল বিষয়বস্তু আলােচনা কর। |
| 12 | সংক্ষেপে বঙ্গবন্ধুর সাধীনতা ঘােষণা সম্পর্কে আলােচনা কর। |
| 13 | মৌলিক গণতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে আলােচনা কর। |
| 14 | টীকা লেখ- একাত্তরের শরণার্থী। |
| 15 | ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান সংক্ষেপে তুলে ধর। |
| 16 | সংক্ষেপে শেখ মুজিবের পররাষ্ট্রনীতির সাফল্য আলােচনা কর। |
| 17 | সংক্ষেপে ১৯৫৬ সালের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলাে আলােচনা কর। |
| 18 | আমাদের জাতীয় জীবনে ভাষা আন্দোলনের গুরুত্ব ব্যাখ্যা কর। |
| 19 | বাঙালির নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য তুলে ধর। |
| 20 | সংক্ষেপে ১৯৭২ সালের মূল সংবিধানের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর। |
| 21 | যুক্তফ্রন্ট গঠনের পটিভূমি আলােচনা কর। |
| 22 | পাকিস্তান শাসনামলে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্য সম্পর্কে লেখ। |
| 23 | সংক্ষেপে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভারতের অবদান মূল্যায়ন কর। |
| 24 | আগরতলা ষড়যন্ত্র মামলার কারণ কী ছিল? |
| 25 | সামরিক শাসন লতে কী বুঝ? |
| 26 | বাঙালির নৃতা্ত্বিক বৈশিষ্ট্যসমূহ আলােচনা কর। |
| 27 | ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের উপর একটি টীকা লিখ। |
| 28 | যুক্তফ্রন্ট সম্পর্কে সংক্ষেপে লেখ। |
| 29 | লাহাের প্রস্তাব কী? |
| 30 | ১৯৭০ সালের নির্বাচনের তাৎপর্য আলােচনা কর। |
| 31 | আগরতলা মামলার কারণ কী ছিল? |
| 32 | বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে সংক্ষেপে লেখ। |
| 33 | ভাষা আন্দোলনের বিভিন্ন পর্যায় সংক্ষেপে ব্যাখ্যা কর। |
| 34 | বাংলাদেশের ভৌগােলিক অবস্থান বর্ণনা কর। |
| 35 | ১৯৭০ সালের নির্বাচনের গুরুত্ব বর্ণনা কর। |
| 36 | ১৯৫৬ সালের সংবিধানের প্রকৃতি সংক্ষেপে ব্যাখ্যা কর। |
| 37 | ধর্মীয় সহনশীলতা বলতে কী বুঝ? |
| 38 | মৌলিক গণতন্ত্র কী? |
| 39 | ১৯৫৪ সালের নি্বাচনে মুসলিম লীগের পরাজয়ের কারণ কী ছিল? |
| 40 | ছাত্রদের ১১-দফা আন্দোলনের কর্মসূচি কী ছিল? |
| 41 | পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্যের বিবরণ দাও। |
| 42 | সংক্ষেপে ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের জয়ের কারণসমূহ উল্লেখ কর। |
| 43 | মুক্তিযুঞ্জ যৌথবাহিনীর ভূমিকা সম্পর্কে সংক্ষেপে লেখ। |
| 44 | আইয়ুব খান প্রণীত মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ সংক্ষেপে আলােচনা কর। |
| 45 | বাঙালি সংস্কৃতির সমন্বয়বাদিতা বলতে কী বুঝায়? |
| 46 | শরণার্থীর সংজ্ঞা দাও। |
| 47 | ১৯৫২ সালের সংক্ষেপে ভাষা আন্দালনের বিভিন্ন ঘটনাবলি মূল্যায়ন কর। |
| 48 | অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের উদ্যোগ সম্পর্কে সংক্ষেপে লেখ। |
| 49 | মুক্তিযুদ্ধের বাংলাদেশ সরকারের শপথ অনুষ্ঠান সম্পর্কে সংচ্ষেপে বর্ণনা কর। |
| 50 | বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে টীকা লেখ। |
| 51 | ছয় দফা সম্পর্কে কী জান? |
| 52 | সংক্ষেপে ৭ মার্চের ভাষণ সম্পর্কে ধারণা দাও। |
| 53 | ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে বুদ্ধিজীবী হত্যাকণ্ড সম্পর্কে লেখ। |
| 54 | ভাষা আন্দোলনের ঘটনাপ্রবাহ সংক্ষেপে ব্যাখ্যা কর। |
| 55 | বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে আলােচনা কর। |
| 56 | ১৯৭০ সালের নির্বাচনের তারিখ কেন পরিবর্তন করা হয়েছিল? |
| 57 | বঙ্গবঙ্গের কারণসমূহ লেখ। |
| 58 | সংক্ষেপে ১৯৭৩ সালের নির্বাচনে আওয়ামী লীগের জয়ের কারণসমূহ আলােচনা কর। |
| 59 | সংক্ষেপে মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পর্কে আলােচনা কর। |
| 60 | ২৫ মার্চ ১৯৭১ কালরাতে গ্রেপ্তারের পূর্বে শেখ মুজিবের স্বাধীনতা ঘােষণা আলােচনা কর। |
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের রচনামূলক প্রশ্ন
| প্র: নং | প্রশ্ন |
|---|---|
| 1 | ১৯৪০ সালের লাহাের প্রস্তাব ব্যাখ্যা কর। |
| 2 | বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে একটি নিবন্ধ লেখ। |
| 3 | মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীদের অবদান বর্ণনা কর। |
| 4 | তুমি কি মনে কর ছয় দফার মধ্যে বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল? ব্যাখ্যা কর। |
| 5 | ১৯৭২ সালের সংবিধানের বৈশিষ্টসমূহ আলােচনা কর। |
| 6 | ১৯৭০ সালের নির্বাচনের আওয়ামী লীগের জয়লাভের কারণসমূহ আলােচনা কর। |
| 7 | ঔপনিরবেশিকশনমলে সম্প্রদয়িকঅর উদ্ভবও এর ফলফল ব্যাখ্যা কর। |
| 8 | ছয় দফা কর্মসূচিকে কেন বাঙালির ম্যাগনাকার্টা বলা হয়? |
| 9 | লাহাের প্রস্তাবের মধ্যেই কি বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল? তামার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। |
| 10 | ১৯৭০ সালের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনের ফলাফল আলােচনা কর। |
| 11 | ১১-দফা দাবির গুরুত্ব ও তাৎপর্য আলােচনা কর। |
| 12 | লাহাের প্রস্তাবের মূল প্রতিপাদায বিষয় কী ছিল? |
| 13 | বাংলাদেশের জনগণের নৃতাত্ত্বিক পরিচয় দাও। |
| 14 | ঔপনিবেশিক শাসনামলে সাম্প্রদায়িকতার উদ্ভব, বিকাশ ও এর ফলাফল ব্যাখ্যা কর। |
| 15 | লাহাের প্রস্তাব কী? লাহাের প্রস্তাবের মাঝেই বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল -উক্তির সপক্ষে যুক্তি দাও। |
| 16 | মুক্তিযুদ্ধকালে ঘােষিত স্বাধীনতার সনদের তাৎপর্য উল্লেখ কর। |
| 17 | মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীদের জূমিকা আলােচনা কর। |
| 18 | বাঙালি জাতিকে কেন ‘সংকর জাতি বলা হয় ব্যাখ্যা দাও। |
| 19 | মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা বর্ণনা কর। |
| 20 | স্বাধীন বাংলাদেশের অভ্যদয় ১৯৭০ সালের নির্বচন কী প্রভাব রেখেছিল। |
| 21 | মুক্তিযুকদ্ধ বাংলাদেশ সরকারের গঠন ও শপথ অনুষ্ঠানের বর্ণনা দাও। |
| 22 | মুক্তিযুদ্ধে ঘােষিত স্বাধীনতার ঘােষণাপত্রের প্রয়ােজনীয়তা বর্ণনা কর। |
| 23 | অথণ্ড স্বাধীন বাংলা গঠনের পরিকল্পনা ব্যাখ্যা কর। এ পরিকল্পনা ব্যর্থ হয়েছিল কেন? |
| 24 | বাংলাদেশের অধিবাসীদের আর্থসামাজিক জীবনধারায় ভূপ্রকৃতির প্রভাব আলােচনা কর। |
| 25 | ১৯৬৯ সালের গণ-অভূ্যুথানের পটভূমি ও ফলাফল আলােচনা কর। |
| 26 | মুক্তিযুদ্ধে গণহত্যা ও বিদেশি পত্রিকা-এ বিষয়ে একটি নিবন্ধ লিখ। |
| 27 | বাঙালি জাতীয়তাবাদ বিকাশে ভাষা আন্দোলনের গুরুত্ব আলােচনা কর। |
| 28 | ১১-দফা আন্দোলনের গুরুত্ব ও পরিণতি বর্ণনা কর। |
| 29 | লাহোর প্রস্তাব কী? লাহোর প্রস্তাবের মধ্যেই কি বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল? ব্যাখ্যা কর। |
| 30 | বাংলাদেশের ভূ-প্রাকৃতিক বৈশিষট্য আলােচনা কর। |
| 31 | ১৯৭০ সালের নির্বাচনের ফলাফল মেনে নিতে কেন্দ্রের অস্বীকৃতির কারণ কী ছিল? আলােচনা কর। |
| 32 | ১৯৭২ সালের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ আলােচনা কর। |
| 33 | বিদেশি পত্রিকায় বাংলান্দশের মুক্তিযুদ্ধের গণহত্যার বিবরণ উল্লেখ কর। |
| 34 | বাঙালি জনগােষ্ঠীকে কেন ‘সংকর জনগােষ্ঠী বলা হয় তার বর্ণনা দাও। |
| 35 | ১৯৬৬ সালের ছয় দফা কর্মসূচি ব্যাখ্যা কর। |
| 36 | ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলনের পটিভূমি ও গুরুত্ব সম্পর্কে লেখ। |
| 37 | মুজিবনগর সরকারের গঠন ও শপথ অনুষ্ঠান সম্পর্কে আলােচনা কর। |
| 38 | বাংলার আর্থসামাজিক জীবনে ভূপ্রকৃতির প্রভাব বর্ণনা কর। |
| 39 | লাহাের প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কী ছিল? এ প্রস্তাবের তাৎপর্য বিশ্লেষণ কর। |
| 40 | বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ছয় দফা কর্মসূচির গুরুত্ব আলােচনা কর। |
| 41 | বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় সম্পর্কে বিভিন্ন মনীষীর মতামত তুলে ধর। |
| 42 | ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পরবর্তীতে কী ধরনের সমস্যা বা জটিলতা দেখা দেয় আলােচনা কর। |
| 43 | ১৯৫৪ সালের নির্বাচনের গুরুত্ব ও তাৎপর্য আলােচনা কর। |
| 44 | ১৯৬৬ সালের ছয় দফা ছিল বাঙালির মুক্তির সনদ’-ব্যাখ্যা কর। |
| 45 | ১৯৭০ সালের নির্বাচনের ফলাফল আলােচনা কর। |
| 46 | ১৯৬৯ সালের গণ-অভ্যুতথানের কারণ ও অংপর্য পর্যালােচনা কর। |
| 47 | ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের গুরুত্ব ও তাৎপর্য আলােচনা কর। |
| 48 | বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে ঘােষিত স্বাধীনতার সনদের গুরুত্ব আলােচনা কর। |
| 49 | ১৯৫৬ সালের পাকিস্তান সংবিধানের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ আলােচনা কর। |
| 50 | বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান আলােচনা কর। |
| 51 | ১৯৫৬ সালের সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্যসমূহ আলােচনা কর। |
| 52 | লাহাের প্রস্তাব উ্থাপনের কারণ আলােচনা কর। |
| 53 | বাংলাদেশের মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা মূল্যায়ন কর। |
| 54 | বাঙালি জনগােষ্ঠীর মধ্যে কোন কোন জাতির রক্তপ্রবাহ বিদ্যমান আলােচনা কর। |
| 55 | ১৯৭০ সালের নির্বাচন কীভাবে বাংলাদেশের মুক্তিসংগ্রামের পথ প্রশস্ত করে ব্যাখ্যা কর। |
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্ন
| প্র: নং | প্রশ্ন |
|---|---|
| 1 | মুক্তিযুদ্ধে বৃহৎশক্তিগুলোর ভূমিকা কী ছিল? |
| 2 | আইন কাঠামো অধ্যাদেশ বা খঋঙ কী? |
| 3 | শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের বৈষম্য কেমন ছিল? |
| 4 | যুক্তফ্রন্ট কী? |
| 5 | বাংলাদেশের জনগণের নৃতাত্ত্বিক পরিচয় দাও। |
| 6 | বাঙালি সংকর জাতি- ব্যাখ্যা কর। |
| 7 | লাহোর প্রস্তাব সম্পর্কে টীকা লিখ। |
| 8 | মৌলিক গণতন্ত্র কী? |
| 9 | বঙ্গভঙ্গ কী? |
| 10 | স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে কি জানো? |
| 11 | ভাষা আন্দোলন কী? |
| 12 | সংস্কৃতির সমন্বয়বাদিতা কী? |
| 13 | গণহত্যা বলতে কী বুঝ? |
| 14 | দ্বি-জাতি তত্ত্ব সম্পর্কে সংক্ষেপে লিখ। |
| 15 | বাঙালির নৃ-তাত্ত্বিক বৈশিষ্ট্য উল্লেখ কর। |
| 16 | ঐতিহাসিক আগরতলা মামলা সম্পর্কে বিস্তারিত আলোচনা কর| |
| 17 | বসু-সোহরাওয়ার্দী চুক্তি কী? |
| 18 | ১১ দফা আন্দোলন কী? |
| 19 | অসহযোগ আন্দোলন কী? |
| 20 | ছয়দফাকে কেন বাঙালির ‘ম্যাগনাকার্টা বলা হয়? |
| 21 | বাংলাদেশের জনগনের উপর ভুপ্রকৃতির প্রভাব আলোচনা কর| |
| 22 | লাহোর প্রস্তাবের পটভুমি কি ছিল? |
| 23 | বঙ্গবন্ধু হত্যার কারণ কী? |
| 24 | ১৯৫২ সালের ভাষা আন্দোলন সম্পর্কে যা জান লেখ। |
| 25 | ১৯৭০সালের নির্বাচনের ফলাফল ও গুরুত্ব আলোচনা কর| |
| 26 | অপারেশন সার্চ লাইট কী? |
| 27 | বাঙালি জাতীয়তাবাদ কী? |
| 28 | ছয় দফাগুলো কী কী? |
| 29 | ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো কি কি? |
| 30 | বঙ্গবন্ধু সরকারের সাফল্যসমূহ বর্ণনা কর। |
| 31 | সামরিক শাসনের সংজ্ঞা দাও। |
| 32 | ৬দফা কর্মসুচী কি?তুমি কি মনে করো ৬দফার মধ্যে স্বাধীনতার বীজ নিহিত ছিল? |
| 33 | তমদ্দুন মজলিশ কী? |
| 34 | পাকিস্তানি শাসকগোষ্টির সাংস্কৃতিক আগ্রাসনের বিবরন দাও| |
| 35 | পূর্ব পাকিস্তানের পতি পশ্চিম পাকিস্তানের সাংস্কৃতিক বৈষম্যের চিত্র তুলে ধর। |
| 36 | ১৯৫৪ সালের নির্বাচনের ফলাফল লিখ। |
| 37 | বাংলাদেশের ভুপ্রাকৃতিক বৈশিষ্ঠ্য আলোচনা কর| |
| 38 | গণ আজাদী লীগ কিভাবে প্রতিষ্ঠিত হয়? |
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সাজেশন PDF Download (Google Drive)
এই প্রশ্নগুলো সঠিকভাবে অনুশীলন করলে খুব সহজে ভালো রেজাল্ট করা যাবে। কেননা এই প্রশ্নগুলো ঘুরিয়ে-ফিরিয়ে বিভিন্ন সময়ে পরীক্ষাগুলোতে আসতে দেখা যায়। শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ে না বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিষয়ে যে ধরনের প্রশ্নগুলো হয়ে থাকে তার মধ্যে এই প্রশ্নগুলো সবসময় আসতে দেখা যায়। আপনি যদি ভাল রেজাল্ট করতে চান তবে অবশ্যই প্রশ্নগুলোকে ভালোভাবে অনুশীলন করতে হবে।