Sentence Connectors Rules in Bangla (PDF Download)

Connector কাকে বলে?

শব্দ বা বাক্য সংযোগকারী শব্দ বা শব্দগুচ্ছকে Connector বলে। তবে সিলেবাসে শুধু Sentence Connector থাকায় আমরা শুধু বাক্য সংযোগকারীদের নিয়েই আলোচনা করব। Conjunction, Adverb, Adverbial Phrase কানেক্টর হিসেবে কাজ করে। 

  • Conjunction as Connectors: As, since, because, if, so that, etc.
  • Adverb: normally, surely, also, of course, etc
  • Adverbial Phrase: on the contrary, on the other hand, etc

Sentence Connectors Rules in Bangla (PDF Download)

Conjunction কোথায় হবে?

সাধারণত দুটি clause এর মাঝে বা শুরুতেই sentence connectors বসে থাকে। বাক্যের শেষে বা বাক্যের শুরুতে গ্যাপের পর কমা থাকলে সেখানে সাধারণত Adverb বসে। এছাড়াও, subject এর verb এর মাঝে adverb বসে। এই adverb এর আগে adverbial phrase ও বসতে পারে কখনো কখনো।


নিচে কিছু Connector দেয়া হলো যাদের একটি থাকলে অপরটি উত্তরে বসবে।


জোড় Connectors

  1. Both  - And
  2. Not only – but also
  3. Either – or
  4. Neither – nor
  5. Whether – or not
  6. So – that
  7. Too – to
  8. such a - as
  9. would rather - than
  10. no sooner had - than
  11. hardly had - when
  12. scarcely had - when
  13. the same as

Connectors Rules in Bangla

  • যদি দুটি একই ধরনের বাক্য পরপর থাকে এবং অর্থের দিক থেকেও তারা একই থাকে, তবে তাদের মাঝে and বসে।
  • দুটি একই ধরনের word এর মাঝেও and বসে।
  • Those যুক্ত sentence এর সাথে those এর পর who বসে।
  • বাক্যের শুরুতে বা উদ্দেশ্য বুঝাতে To/In order to + base form of verb হয়।
  • By + V এর ing। একই নিয়ম without এবং while এর জন্যও।
  • Place + where, time + when, person + who, reason + why হয়।
  • যা খুশি ঘটুক ধরনের অর্থের জন্য whatever, যখন খুশি ঘটুকের জন্য whenever, যে খুশি হোক এর জন্য whoever। এমনভাবে however, forever, whichever ইত্যাদি বসে থাকে Connectors হিসেবে।
  • বিপরীত অর্থের দুটি বাক্যের মাঝে In spite of বসে simple sentence এ।
  • এটা ছাড়াও অন্য উপায় বুঝাতে other than ব্যবহৃত হয়।
  • ফলাফল বুঝাতে so, therefore, as a result, thus ইত্যাদি বসে।
  • উদাহারণ বুঝাতে for example, for instance বসে।
  • ধারাবাহিকতা বুঝাতে firstly, secondly, next, then, afterwards ইত্যাদি বসে। 
এবার আমরা একটি Connector এর প্রশ্ন সমাধান করব।

Question 1: Summer is very painful and disgusting. (a) _____ the sun shines hotly overhead, life becomes miserable. The sufferings of the people know no bounds (b) _____ the electricity goes off. (c) ____ the people use hand fans to fan themselves. Children can neither sleep (d) ___ nor read. They feel out of shorts (e) ____ the poor suffer most. They work outside in the burning sun.

Answer 1: a) when b) if c) Then d) nor e) But

'Sentence Connectors এর নিয়ম বাংলায়' এর PDF Download করতে এখানে ক্লিক করুন

আমাদের এই ওয়েবসাইটে ইংরেজির অন্যান্য বিষয়ের সাথে অন্যান্য ক্লাসের অন্যান্য অনেক বিষয়ের নোট, সহজ ব্যাখ্যা ইত্যাদি রয়েছে। আমাদের সাইটের সার্চ বাটনে ক্লিক করে খুঁজে নিতে পারেন আপনার প্রয়োজনীয় বিষয়টি।

মুনজেরিন শহীদের ৪৫০০ টাকার "ঘরে বসে Spoken English" কোর্সটি মাত্র ৪৫০ টাকায় করতে এখানে ক্লিক করুন। মুনজেরিন শহীদের লেখা বই "ঘরে বসে Spoken English"- এর অফিসিয়াল পিডিএফও পেতে পারেন এখান থেকে।
Md. Rabiul Mollah

Okay! So here I'm Md. Rabiul Mollah from Pathgriho Network. I'm currently a student of B.Sc in Textile Engineering Management at Bangladesh University of Textiles. facebook instagram github twitter linkedin

Previous Post Next Post

এই লেখাটি আপনার সোশ্যাল মিডিয়া ওয়ালে শেয়ার করুন 😇 হয়তো এমনও হতে পারে আপনার শেয়ার করা এই লেখাটির মাধ্যমে অন্য কেউ উপকৃত হচ্ছে! এবং কারো উপকার করার থেকে ভাল আর কি হতে পারে?🥺