১ কাঠা সমান কত বিঘা এবং ১ বিঘা সমান কত কাঠা

বিঘা এবং কাঠা, জমি-জমা পরিমাপের কাজে প্রয়োজনীয় দুটি একক। এই দুটি এককের মধ্যে সম্পর্ক কি তা আমরা অনেকেই জানিনা। আজকে আমরা জানব এই বিঘা এবং কাঠার মধ্যাকার সম্পর্ক, এবং একই সাথে অনলাইন টুলের মাধ্যমে কনভার্ট বা রূপান্তরও করব সহজে। তাহলে শুরু করা যাক।


১ বিঘা = ২০ কাঠা 

১ কাঠা = ০.০৫ বিঘা

১ কাঠা সমান কত বিঘা এবং ১ বিঘা সমান কত কাঠা

নিচের অনলাইন টুলের মাধ্যমে আমরা বিঘা থেকে কাঠা এবং কাঠা থেকে বিঘাতে রূপান্তর করতে পারব সহজে। ইনপুট অবশ্যই ইংরেজিতে দেবেন, নয়তো আউটপুট পাবেন না।


কাঠা থেকে বিঘাতে রূপান্তর








বিঘা থেকে কাঠাতে রূপান্তর









কাঠা থেকে বিঘায় রূপান্তরের সারণী

কাঠাবিঘা
০.০৫
০.১
০.২৫
১০০.৫
১৫০.৭৫
২০
৩০১.৫
৫০২.৫
১০০
১০০০৫০

বিঘা থেকে কাঠায় রূপান্তরের সারণী

বিঘাকাঠা
২০
৪০
৬০
১০০
১০২০০
২০৪০০
৫০১০০০
১০০২০০০
২০০৪০০০
৫০০১০০০০
Md. Rabiul Mollah

Okay! So here I'm Md. Rabiul Mollah from Pathgriho Network. I'm currently a student of B.Sc in Textile Engineering Management at Bangladesh University of Textiles. facebook instagram github twitter linkedin

Previous Post Next Post

এই লেখাটি আপনার সোশ্যাল মিডিয়া ওয়ালে শেয়ার করুন 😇 হয়তো এমনও হতে পারে আপনার শেয়ার করা এই লেখাটির মাধ্যমে অন্য কেউ উপকৃত হচ্ছে! এবং কারো উপকার করার থেকে ভাল আর কি হতে পারে?🥺