১ হেক্টর সমান কত বর্গমিটার এবং ১ হেক্টর সমান কত বিঘা?

জমি পরিমাপের সময় হেক্টর, বর্গমিটার, বিঘাসহ ইত্যাদি একক আমরা ব্যবহারা করে থাকি। কিন্তু এদের মাঝের সম্পর্ক অনেকেই জানিনা। কত বর্গমিটারে এক হেক্টর, কত বিঘায় এক হেক্টর, এসব আমরা খুব কমই জানি। আজকে আমরা জানব, এক হেক্টর = কত বর্গমিটার এবং এক হেক্টর = কত বিঘা।


১ হেক্টর সমান কত বর্গমিটার?

এক হেক্টর = ১০,০০০ বর্গমিটার।

১ হেক্টর সমান কত বিঘা?

এক হেক্টর = ৭.৪৭৪৯ বিঘা। 

১ হেক্টর সমান কত বর্গমিটার এবং ১ হেক্টর সমান কত বিঘা?


হেক্টর থেকে বর্গমিটারে রূপান্তর








হেক্টর থেকে বিঘাতে রূপান্তর








হেক্টর থেকে বর্গমিটারে রূপান্তরের সারণী

হেক্টর বর্গমিটার
১০,০০০
২০,০০০
৩০,০০০
৫০,০০০
১০১,০০,০০০
২০২,০০,০০০
৫০৫,০০,০০০
১০০১০,০০,০০০
৫০০৫০,০০,০০০
১০০০১,০০,০০,০০০


হেক্টর থেকে বিঘাতে রূপান্তরের সারণী

হেক্টরবিঘা
৭.৪৭৪৯৩
১৪.৯৪৯৮৬
৩৭.৩৭৪৬৫২৮
১০৭৪.৭৪৯৩
২০১৪৯.৪৯৮৬
৫০৩৭৩.৭৪৬৫
১০০৭৪৭.৪৯৩
২০০১৪৯৪.৯
৫০০৩৭৩৭.৪৬৫
১০০০৭৮৭৪.৯৩
Md. Rabiul Mollah

Okay! So here I'm Md. Rabiul Mollah from Pathgriho Network. I'm currently a student of B.Sc in Textile Engineering Management at Bangladesh University of Textiles. facebook instagram github twitter linkedin

Previous Post Next Post

এই লেখাটি আপনার সোশ্যাল মিডিয়া ওয়ালে শেয়ার করুন 😇 হয়তো এমনও হতে পারে আপনার শেয়ার করা এই লেখাটির মাধ্যমে অন্য কেউ উপকৃত হচ্ছে! এবং কারো উপকার করার থেকে ভাল আর কি হতে পারে?🥺