মাসিক ই-ম্যাগাজিন অদ্রিশিখরে কনট্রিবিউট করতে চাইলে

অদ্রিশিখর, ই-ম্যাগাজিন দুনিয়ার নতুন মাসিক সদস্য। ‘পাঠগৃহ নেটওয়ার্ক’এর হাত ধরে শুরু হওয়া এই ই-ম্যাগাজিন এগিয়ে যাক অনেক দূর এটাই কাম্য, এটাই ‘পাঠগৃহ নেটওয়ার্ক’এর প্রচেষ্টা। তবে এই প্রচেষ্টায় এগিয়ে চলে আপনাদের ব্যতিত সম্ভব নয়। কারণ আপনাদের কন্ট্রিবিউশনগুলো দিয়েই সাজানো হবে ‘অদ্রিশিখর’এর ভেতর-বাহির। তাই আপনিও যদি সদস্য হতে চান অদ্রিশিখর পরিবারের তাহলে পাঠাতে পারেন আপনার কন্ট্রিবিউশনটিও। 

মাসিক ই-ম্যাগাজিন অদ্রিশিখরে লেখা দিতে চাইলে

অদ্রিশিখরে কোন ধরনের কন্ট্রিবিউশন পাঠানো যায়?

  • অদ্রিশিখরে আপনি গল্প, অনুগল্প, কবিতা, ছড়া, সায়েন্স ফিকশন দিতে পারবেন। 
  • বিজ্ঞানের কঠিন বিষয়কে সহজ করে কিংবা সহজ বিষয়কে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন।
  • প্রযুক্তির জগত নিয়ে লিখতে পারবেন। 
  • ক্রিকেট, ফুটবল, হকি, গলফ, আর্চারীসহ যেকোনো ধরনের খেলা নিয়ে লিখতে পারেন পরিসংখ্যানভিত্তিক লেখা, ফিচার কিংবা দারুনভাবে গোছানো নিজের ব্যক্তিগত মতামত।
  • ইতিহাসকে তুলে ধরতে পারবেন ‘অদ্রিশিখর’এ। পারবনে বিশ্ব রাজনীতির হালচালকেও তুলে ধরতে।
  • আমাদের শিক্ষাব্যবস্থার বিভিন্ন স্তর (এসএসসি, এইচএসসি, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা) নিয়েও পাঠকের উপকারে আসবে এমন লেখা লিখে পাঠাতে পারেন আমাদেরকে। 
  • বই রিভিউ, গেমিং নিয়েও লিখতে পারেন।
  • এছাড়া অন্য যেকোনো বিষয়ে মতামত লিখেও পাঠাতে পারেন ‘মতামত’ সেকশনের জন্য।
  • আমাদেরকে পাঠাতে পারেন আপনার নিজের তোলা কোনো ছবি, কিংবা নিজের করা কোনো ভেক্টর আর্ট, ইলাস্ট্রেটর, ড্রয়িং ইত্যাদিও। 


পূর্ববর্তী অদ্রশিখর কোথায় পাব?

অদ্রিশিখরের সকল সংখ্যা আপনি এক জায়গাতেই পাবেন। তার জন্য এখানে ক্লিক করুন।


অদ্রিশিখর ই-ম্যাগাজিনে লেখা পাঠানোর সময় কি কি বিষয় মাথায় রাখতে হবে?

  • যেকোনো ধরনের উসকানিমূলক এবং অশালীন বিষয়বস্তু এড়িয়ে চলতে হবে।
  • আপনার কন্ট্রিবিউশনটিতে কোনো ধর্ম, জাতি, আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, সংখ্যালঘু কাউকে বা কারো বিশ্বাসকে আঘাত করা যাবেনা।
  • নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য সংগ্রহ করতে হবে। ছবি যুক্ত করার সময় সোর্স যুক্ত করে দিতে হবে।
  • লেখা নিজের হতে হবে, এবং অন্য কোথাও আগে প্রকাশিত হয়ে থাকতে পারবে না। টিম পাঠগৃহ নেটওয়ার্ক প্লেজিয়ারাইজড কন্টেন্ট খুঁজতে সবসময়ই বদ্ধপরিকর। কিন্তু এরপরও যদি আমাদের চোখ ফাঁকি দিয়ে ম্যাগাজিনে অন্তর্ভূক্ত হয়ে যায়, তবে পরবর্তী সমস্ত দায়ভার কন্ট্রিবিউটরকেই বহন করতে হবে। 


কন্ট্রিবিউট করবেন কিভাবে?

  • কন্ট্রিবিউশনটি পাঠাবেন pathgriho71@gmail.com এর ঠিকানায়। 
  • লেখা পাঠানোর সময় তা অবশ্যই .docx ফাইলে পাঠাতে হবে। PDF গ্রহনযোগ্য নয়। কোনো কারণে এভাবে লেখা পাঠাতে ব্যর্থ হলে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করুন। আপনাকে অন্য পথ বাতলে দেয়া হবে অবশ্যই। 
  • লেখার সাথে আপনার নাম, ঠিকানা, ছবি (কোনো কারণে দিতে না চাইলেও চলবে), ফেসবুক প্রোফাইল লিংক (যদি থাকে) সংযুক্ত করে দিতে হবে।
  • ফটোগ্রাফি দিয়ে কন্ট্রিবিউট করতে চাইলে আপনার ছবির একটি ক্যাপশন, যেখান থেকে ছবি তুলেছেন সে স্থানের নাম, তারিখ এবং আপনার নাম সহ ছবিটি .jpg ফরমেটে আমাদেরকে পাঠাবেন। 
'পাঠগৃহ নেটওয়ার্ক' যেকোনো সময় যে কোনো নিয়ম পরিবর্তন, পরিবর্ধন, সংযোজনের অধিকার রাখে।

Md. Rabiul Mollah

Okay! So here I'm Md. Rabiul Mollah from Pathgriho Network. I'm currently a student of B.Sc in Textile Engineering Management at Bangladesh University of Textiles. facebook instagram github twitter linkedin

Previous Post Next Post

এই লেখাটি আপনার সোশ্যাল মিডিয়া ওয়ালে শেয়ার করুন 😇 হয়তো এমনও হতে পারে আপনার শেয়ার করা এই লেখাটির মাধ্যমে অন্য কেউ উপকৃত হচ্ছে! এবং কারো উপকার করার থেকে ভাল আর কি হতে পারে?🥺