মৌলিক পদার্থ কাকে বলে? কয়টি ও কি কি? (PDF Download)

কোন পদার্থকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করার পর যদি ওই পদার্থ ছাড়া অন্য কোন পদার্থ না পাওয়া যায় তবে তাকে মৌলিক পদার্থ বলা হয়ে থাকে। যদি একটি পদার্থকে রাসায়নিক পদ্ধতিতে বিশ্লেষণ করে একাধিক স্বতন্ত্র পদার্থে পরিণত না করা যায় তবে সে পদার্থকে মৌলিক পদার্থ বলা হয়। মৌলিক পদার্থকে মৌল বলা হয়।

সূচীপত্র (toc)

বিভিন্ন মৌলিক পদার্থের উদাহরণ হিসেবে আমরা হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, কার্বন নাইট্রোজেন এবং এরকম আরো মৌলের কথা উল্লেখ করতে পারি। কার্বন একটি মৌলিক পদার্থ কেননা কার্বনকে ভাঙলে বা বিশ্লেষণ করলে কার্বন ছাড়া অন্য কোন পদার্থের অস্তিত্ব পাওয়া যায় না। এজন্য কার্বনকে মূলত মৌলিক পদার্থ বলা হয়ে থাকে।

মৌলিক পদার্থ কয়টি?

পর্যায় সারণিতে যেসকল মৌল থাকে তাদেরকে মৌলিক পদার্থ বলা হয়ে থাকে। এক্ষেত্রে বর্তমানে মৌলিক পদার্থ হিসেবে আমরা 118 টি মৌলকে দেখতে পাই। এই মৌলগুলো মূলত মৌলিক পদার্থ নামে পরিচিত কেননা এগুলো ভাঙলে বা বিশ্লেষণ করলে ঐ পদার্থ ছাড়া ছাড়া অন্য কোন আলাদা মৌলের বা পদার্থের অস্তিত্ব পাওয়া যায় না।

মৌলিক পদার্থ কাকে বলে

এই পদার্থগুলোর অনেকগুলো ল্যাবে তৈরি করা হয়ে থাকে এবং অনেকগুলো কে আমরা প্রাকৃতিক ভাবে পেয়ে থাকি। উক্ত 118 টি মৌলের মধ্যে 94 টি মৌল আমরা প্রকৃতিতে পেয়ে থাকি আর বাকি 24 টি মৌল ল্যাবরেটরিতে তৈরি করা হয়ে থাকে। যেসকল মৌলগুলোর ল্যাবরেটরি তৈরি করা হয়েছে তার প্রতিটি রেডিওঅ্যাকটিভ বা তেজস্ক্রিয় ক্ষমতা সম্পন্ন।

মৌলিক পদার্থের সংজ্ঞা

মৌলিক পদার্থ গুলোকে একটি ছক বা সারি আকারে সাজানো হয়ে থাকে যাকে বলা হয় পর্যায় সারণী। পর্যায় সারণির মাধ্যমে বিভিন্ন মৌলিক পদার্থ গুলোকে খুব সহজেই নির্দেশ করা যায় ও তাদের বৈশিষ্ট্য সম্পর্কে ধারনা লাভ করা যায়। পর্যায় সারণীর সাহায্যে যে কেউ বিভিন্ন মৌলের সম্পর্কে সম্পূর্ণ ধারণা লাভ করতে পারে।

মৌলিক পদার্থ সমূহের লিস্ট

পৃথিবীতে এখন পর্যন্ত আবিষ্কৃত মোটমাট 118 টি মৌল বা মৌলিক পদার্থ রয়েছে। এই পদার্থগুলোকে আমরা খুব সহজেই পর্যায় সারণিতে খুঁজে পেতে পারি। পর্যায় সারণির সংখ্যা অনুযায়ী আমরা নিচে মৌলিক পদার্থ গুলোর লিস্ট দিয়ে দিয়েছি। আপনারা যাতে খুব সহজেই যে কোন মৌল খুঁজে বের করতে পারেন সেজন্য আমরা একটি সার্চ ফাংশনালিটি যুক্ত করে দিয়েছি। যে কোন মৌলের নাম Search বারে লিখলে তার সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনার সামনে চলে আসবে।



পারমাণবিক সংখ্যামৌলের নামমৌলের নাম (English)প্রতীক
হাইড্রোজেনHydrogenH
হিলিয়ামHeliumHe
লিথিয়ামLithiumLi
বেরিলিয়ামBerylliumBe
বোরনBoronB
কার্বনCarbonC
নাইট্রোজেনNitrogenN
অক্সিজেনOxygenO
ফ্লোরিনFluorineF
১০নিয়নNeonNe
১১সোডিয়ামSodiumNa
১২ম্যাগনেসিয়ামMagnesiumMg
১৩অ্যালুমিনিয়ামAluminiumAl
১৪সিলিকনSiliconSi
১৫ফসফরাসPhosphorusP
১৬সালফারSulfurS
১৭ক্লোরিনChlorineCl
১৮আর্গনArgonAr
১৯পটাশিয়ামPotassiumK
২০ক্যালসিয়ামCalciumCa
২১স্ক্যান্ডিয়ামScandiumSc
২২টাইটেনিয়ামTitaniumTi
২৩ভ্যানাডিয়ামVanadiumV
২৪ক্রোমিয়ামChromiumCr
২৫ম্যাঙ্গানিজManganeseMn
২৬লোহাIronFe
২৭‌কোবাল্টCobaltCo
২৮নিকেলNickelNi
২৯তামাCopperCu
৩০দস্তাZincZn
৩১গ্যালিয়ামGalliumGa
৩২জার্মেনিয়ামGermaniumGe
৩৩আর্সেনিকArsenicAs
৩৪সেলেনিয়ামSeleniumSe
৩৫ব্রোমিনBromineBr
৩৬ক্রিপ্টনKryptonKr
৩৭রুবিডিয়ামRubidiumRb
৩৮স্ট্রনশিয়ামStrontiumSr
৩৯ইট্রিয়ামYttriumY
৪০জারকোনিয়ামZirconiumZr
৪১নাইওবিয়ামNiobiumNb
৪২মলিবডিনামMolybdenumMo
৪৩টেকনিসিয়ামTechnetiumTc
৪৪রুথেনিয়ামRutheniumRu
৪৫রোডিয়ামRhodiumRh
৪৬প্যালেডিয়ামPalladiumPd
৪৭রূপাSilverAg
৪৮ক্যাডমিয়ামCadmiumCd
৪৯ইন্ডিয়ামIndiumIn
৫০টিনTinSn
৫১অ্যান্টিমনিAntimonySb
৫২টেলুরিয়ামTelluriumTe
৫৩আয়োডিনIodineI
৫৪জেননXenonXe
৫৫সিজিয়ামCaesiumCs
৫৬বেরিয়ামBariumBa
৫‌৭ল্যান্থানামLanthanumLa
৫৮সিরিয়ামCeriumCe
৫৯প্রাসিওডিমিয়ামPraseodymiumPr
৬০নিওডিমিয়ামNeodymiumNd
৬১প্রমিথিয়ামPromethiumPm
৬২সামেরিয়ামSamariumSm
৬৩ইউরোপিয়ামEuropiumEu
৬৪গ্যাডালিনিয়ামGadoliniumGd
৬৫টারবিয়ামTerbiumTb
৬৬ডিসপ্রোজিয়ামDysprosiumDy
৬৭হোলমিয়ামHolmiumHo
৬৮আরবিয়ামErbiumEr
৬৯থুলিয়ামThuliumTm
৭০ইটারবিয়ামYtterbiumYb
৭১লুটিশিয়ামLutetiumLu
৭২হ্যাফনিয়ামHafniumHf
৭৩ট্যান্টালামTantalumTa
৭৪টাংস্টেনTungstenW
৭৫রিনিয়ামRheniumRe
৭৬অসমিয়ামOsmiumOs
৭৭ইরিডিয়ামIridiumIr
৭৮প্লাটিনামPlatinumPt
৭৯সোনাGoldAu
৮০পারদMercuryHg
৮১থ্যালিয়ামThalliumTl
৮২লেডLeadPb
৮৩বিজমাথBismuthBi
৮৪পোলোনিয়ামPoloniumPo
৮৫অ্যাস্টাটিনAstatineAt
৮৬রেডনRadonRn
৮৭ফ্র্যান্সিয়ামFranciumFr
৮৮রেডিয়ামRadiumRa
৮৯অ্যাক্টিনিয়ামActiniumAc
৯০থোরিয়ামThoriumTh
৯১প্রোট্যাক্টিনিয়ামProtactiniumPa
৯২ইউরেনিয়ামUraniumU
৯৩নেপচুনিয়ামNeptuniumNp
৯৪প্লুটোনিয়ামPlutoniumPu
৯৫অ্যামারিসিয়ামAmericiumAm
৯৬কুরিয়ামCuriumCm
৯৭বার্কিলিয়ামBerkeliumBk
৯৮ক্যালিফোর্নিয়ামCaliforniumCf
৯৯আইনস্টাইনিয়ামEinsteiniumEs
১০০ফার্মিয়ামFermiumFm
১০১মেন্ডেলিভিয়ামMendeleviumMd
১০২নোবেলিয়ামNobeliumNo
১০৩লরেনসিয়ামLawrenciumLr
১০৪রাদারফোর্ডিয়ামRutherfordiumRf
১০৫ডুবনিয়ামDubniumDb
১০৬সিবোর্গিয়ামSeaborgiumSg
১০৭বোহরিয়ামBohriumBh
১০৮হ্যাসিয়ামHassiumHs
১০৯মাইটনেরিয়ামMeitneriumMt
১১০ডার্মস্টাটিয়ামDarmstadtiumDs
১১১রান্টজেনিয়ামRoentgeniumRg
১১২কোপার্নিসিয়ামCoperniciumCn
১১৩নিহোনিয়ামNihoniumNh
১১৪ফ্লিরোভিয়ামFleroviumFl
১১৫মস্কোভিয়ামMoscoviumMc
১১৬লিভারমোরিয়ামLivermoriumLv
১১৭টেননেসিনTennessineTs
১১৮ওগানেসনOganessonOg

পর্যায় সারণী এবং এই মৌলের লিস্টের পিডিএফ অবশ্যই আমাদের দেওয়া এই গুগোল ড্রাইভ লিংকে গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। এবং সেটাকে যেকোনো পিডিএফ রিডার দিয়ে পড়ে নিতে পারবেন। যেকোনো ধরনের প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আমরা যথা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব।

Previous Post Next Post

এই লেখাটি আপনার সোশ্যাল মিডিয়া ওয়ালে শেয়ার করুন 😇 হয়তো এমনও হতে পারে আপনার শেয়ার করা এই লেখাটির মাধ্যমে অন্য কেউ উপকৃত হচ্ছে! এবং কারো উপকার করার থেকে ভাল আর কি হতে পারে?🥺