১ মণ সমান কত কেজি এবং ১ কেজি সমান কত মণ?

মণ এবং কেজি আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ দুটি হিসাব। সাধারণত আমরা যখন ধান, চাল কিংবা জবাইকৃত পশুর মাংসের হিসাব করি তখন তা মণে হিসাব করি। আমাদের মধ্যে একটি ধারণা আছে যে, এক মণ সমান ৪০ কেজি। আসলে কথাটি ভুল। এক মণ সমান ৪০ কেজি না, এক মণ সমান ৪০ সের। সের আর কেজির মধ্যে পার্থক্য আছে। 

এই টুলটি ব্যাবহার করে মণ থেকে কেজি এবং কেজি থেকে মণে সহজেই রূপান্তর করতে পারবেন। 

১ মণ সমান কত কেজি এবং ১ কেজি সমান কত মণ?

১ মণ = ৩৭.৩২৪ কেজি

১ কেজি = ০.০২৬৭৯ মণ


তাহলে চলুন আমরা টুলটি ব্যবহার করে রূপান্তর করি। এক্ষেত্রে ইনপুট দেয়ার সময় তা ইংরেজিতে লিখবেন, নয়তো আউটপুট পাবেন না। 

মণ থেকে কেজি








কেজি থেকে মণ









মণ থেকে কেজি সারণী

মণকেজি
৩৭.৩২৪
৭৪.৬৪৮
১১১.৯৭২
১৮৬.৬২
১০৩৭৩.২৪
২০৭৪৬.৪৮
৩০১১১৯.৭২
১০০৩৭৩২.৪
২০০৭৪৬৪.৮
১০০০৩৭৩২৪

কেজি থেকে মণ সারণী

কেজিমণ
০.০২৬৭৯২
০.০৫৩৫৮
০.০৮০৩৭৭২৩
০.১৩৩৯৬
১০০.২৬৭৯২
২০০.৫৩৫৮
৩০০.৮০৩৭৭
১০০২.৬৭৯২
২০০৫.৩৫৮
১০০০২৬.৭৯২
Md. Rabiul Mollah

Okay! So here I'm Md. Rabiul Mollah from Pathgriho Network. I'm currently a student of B.Sc in Textile Engineering Management at Bangladesh University of Textiles. facebook instagram github twitter linkedin

Previous Post Next Post

এই লেখাটি আপনার সোশ্যাল মিডিয়া ওয়ালে শেয়ার করুন 😇 হয়তো এমনও হতে পারে আপনার শেয়ার করা এই লেখাটির মাধ্যমে অন্য কেউ উপকৃত হচ্ছে! এবং কারো উপকার করার থেকে ভাল আর কি হতে পারে?🥺