Palestine Flag We support Palestine — Standing for justice, freedom, and human rights.

Food Adulteration Paragraph for SSC, HSC অর্থসহ PDF Download

Food Adulteration Paragraph in 200 Words

Food adulteration means mixing harmful or unnecessary substances with food to make it look attractive or to increase its quantity. Nowadays, it has become a serious issue in Bangladesh. Dishonest traders use harmful chemicals like formalin in fish, carbide in fruits, textile colors in sweets, and various toxic preservatives in vegetables, milk, and even rice. These adulterated foods are very dangerous for our health. They can cause serious diseases like cancer, kidney failure, liver damage, and even death. Children and old people suffer the most from these health issues. To prevent this crime, the government should enforce strict laws and punish dishonest businessmen. At the same time, people must be aware of this danger and avoid buying food from unreliable sources. Creating awareness through education and media can also play an important role. Adulterated food is a silent killer. So, we all must come forward to ensure safe food for a healthy nation.

Food Adulteration Paragraph PDF

Food Adulteration Paragraph in 130 Words

Food adulteration means mixing harmful substances with food to make it look attractive or increase its quantity. It is a serious problem in our country. Some dishonest traders use chemicals like formalin in fish, carbide in fruits, and textile colors in sweets. These chemicals are very harmful to health and may cause serious diseases like cancer, stomach problems, and even death. Children and elderly people are mostly affected by these foods. To stop this, the government should take strict action against the culprits. Awareness must be created through education, media, and social campaigns. People should also be careful while buying food. Adulterated food is a threat to public health. So, we all must work together to prevent it and ensure safe food for everyone. 

বাংলা অনুবাদ/খাদ্যে ভেজাল অনুচ্ছেদ

ভেজাল খাদ্য বলতে বোঝায় খাদ্যে ক্ষতিকর পদার্থ মেশানো, যাতে তা দেখতে আকর্ষণীয় হয় বা পরিমাণ বাড়ানো যায়। এটি আমাদের দেশের একটি গুরুতর সমস্যা। কিছু অসাধু ব্যবসায়ী মাছে ফরমালিন, ফলে কারবাইড এবং মিষ্টিতে কাপড়ের রং ব্যবহার করে। এসব রাসায়নিক আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং ক্যান্সার, পেটের সমস্যা এমনকি মৃত্যুর মতো ভয়াবহ রোগের কারণ হতে পারে। শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এসব খাদ্যে। এটি বন্ধ করতে সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং অপরাধীদের শাস্তি দিতে হবে। শিক্ষা, গণমাধ্যম ও সামাজিক সচেতনতামূলক প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। মানুষকেও খাদ্য কেনার সময় সাবধান হতে হবে। ভেজাল খাদ্য জনস্বাস্থ্যের জন্য একটি হুমকি। তাই, আমাদের সবাইকে একসাথে কাজ করে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে। 

গুরুত্বপূর্ণ শব্দের অর্থ

  • Adulteration এর অর্থ হলো: ভেজাল মেশানো।
  • Harmful এর অর্থ হলো: ক্ষতিকর।
  • Substances এর অর্থ হলো: পদার্থ বা বস্তু।
  • Attractive এর অর্থ হলো: আকর্ষণীয় বা সুন্দরভাবে দেখায় এমন।
  • Serious problem এর অর্থ হলো: গুরুতর সমস্যা।
  • Dishonest traders এর অর্থ হলো: অসাধু বা প্রতারক ব্যবসায়ী।
  • Chemicals এর অর্থ হলো: রাসায়নিক পদার্থ।
  • Affected এর অর্থ হলো: ক্ষতিগ্রস্ত হওয়া বা প্রভাবিত হওয়া।
  • Prevent এর অর্থ হলো: প্রতিরোধ করা বা বাধা দেওয়া।
  • Strict action এর অর্থ হলো: কঠোর ব্যবস্থা নেওয়া।
  • Awareness এর অর্থ হলো: সচেতনতা।
  • Campaigns এর অর্থ হলো: প্রচারাভিযান বা সচেতনতা কার্যক্রম।
  • Culprits এর অর্থ হলো: অপরাধী বা দোষী ব্যক্তি।
  • Public health এর অর্থ হলো: জনস্বাস্থ্য বা সাধারণ মানুষের স্বাস্থ্য।
  • Ensure এর অর্থ হলো: নিশ্চিত করা।
  • Together এর অর্থ হলো: একসাথে বা মিলিতভাবে।
  • Safe food এর অর্থ হলো: নিরাপদ খাদ্য।

Paragraph লেখার সময় যে ভুল করা যাবে না।

Paragraph হচ্ছে প্যারা। মানে এটি এক প্যারাতেই লিখতে হবে। Write a paragraph মানে এক প্যারাতেই লিখ। Paragraph এর মধ্যে একাধিক প্যারা লেখা যাবে না। প্যরাগ্রাফের বাংলা অনুচ্ছেদ যেটি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় আসে। তাই একই সাথে আমরা বাংলা এবং ইংরেজির প্রস্তুতি নিতে পারছি। এটি SSC Exam এবং HSC Exam সহ অন্য সকল ক্লাসের জন্যই প্রযোজ্য।

Download PDF

Food Adulteration Paragraph এর PDF এবং খাদ্যে ভেজাল বা ভেজাল খাদ্য অনুচ্ছেদের PDF একই সাথে ডাউনলোড করতে ক্লিক করো Food Adulteration Paragraph PDF এ।

Previous Post Next Post

এই লেখাটি আপনার সোশ্যাল মিডিয়া ওয়ালে শেয়ার করুন 😇 হয়তো এমনও হতে পারে আপনার শেয়ার করা এই লেখাটির মাধ্যমে অন্য কেউ উপকৃত হচ্ছে! এবং কারো উপকার করার থেকে ভাল আর কি হতে পারে?🥺