দ্বন্দ্ব সমাস: কী, সহজে চেনার উপায়, ব্যাসবাক্যসহ উদাহারণ (PDF Download)

সংস্কৃত ব্যকরণ অনুযায়ী সমাস ৬ প্রকার, তারমধ্যে একটি হলো এই দ্বন্দ্ব সমাস বা Coordinative Compound। দ্বন্দ্ব সমাস সম্পর্কে যতটা আলোচনা করা যায় তা করার চেষ্টা করব এই লেখায়।


দ্বন্দ্ব সমাস কাকে বলে?

যে সমাসে দুই বা ততোধিক পদের মিলন হয় এবং সমস্যমান পদগুলোর প্রতিটিতেই অর্থের প্রাধান্য থাকে, তাকেই দ্বন্দ্ব সমাস বলে। 'দ্বন্দ্ব' শব্দের অর্থ দুটি। একটি সংঘাত, অন্যটি মিলন। তবে সমাসের ক্ষেত্রে এটি মিলন অর্থটিকেই বেঁছে নেয়। দ্বন্দ্ব সমাসের সমস্যমান পদগুলো প্রত্যেকটি সংযোজক অব্যয় (ও, আর, এবং) হয়ে থাকে। দুই এবং দুইয়ের বেশি পদেরও সমাস দ্বন্দ্ব সমাস হয়ে থাকে। 

দ্বন্দ্ব সমাস চেনার উপায়

১. জোড়া শব্দই দ্বন্দ্ব সমাসের প্রধান বৈশিষ্ট্য। যেমন: ভালোমন্দ, ভাইবোন ইত্যাদি।
২. পূর্বপদ ও পরপদ একই বিভক্তিযুক্ত হয়। যেমন: দেখাশুনা। (আ বিভক্তি যুক্ত)
৩. প্রায় সমার্থক জোড়া শব্দ থাকলেও তা দ্বন্দ্ব সমাস। যেমন: দয়ামায়া।
৪. বিপরীতার্থক শব্দ থাকলেও দ্বন্দ্ব সমাস হতে পারে। যেমন: নারী-পুরুষ, সুখ-দুঃখ ইত্যাদি।
৫.দুটি জোড়া সর্বনাম দিয়েও দ্বন্দ্ব সমাস হয়। যেমন: তুমি-আমি ইত্যাদি।
৬. সংখ্যাবাচক শব্দ থাকলেও দ্বন্দ্ব সমাস হয়। যেমন: সাত-পাঁচ
৭. জোড়া বিশেষন, ক্রিয়া, অঙ্গবাচক শব্দ থাকলেও দ্বন্দ্ব সমাস হতে পারে। যেমন: ধীরে-সুস্থে, দেওয়া নেওয়া, নাক-কান।

দ্বন্দ্ব সমাস: কী, সহজে চেনার উপায়, ব্যাসবাক্যসহ উদাহারণ (PDF Download)

দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ

দ্বন্দ্ব সমাস বহু প্রকার হতে পারে। তার মধ্য থেকে কয়েকটি প্রকারের নাম নিচে উল্লেখ করা হলো।
  • মিলনার্থক
  • বিপরীতার্থক
  • সমার্থক
  • অলুক
  • একশেষ
  • ইত্যাদি অর্থক
  • বহুপদী
  • বিশেষ্য পদের
  • বিশেষণ পদের
  • সর্বনাম পদের দ্বন্দ্ব সমাস
  • ক্রিয়াপদের
  • সংখ্যাবাচক
  • নিপাতনে সিদ্ধ
এখন আমরা ব্যাসবাক্যসহ উদাহারণ দেখব। 

দ্বন্দ্ব সমাসের উদাহারণ (ব্যাসবাক্যসহ)

অহোরাত্র - অহো ও রাত্র
আজকাল - আজ ও কাল
আদ্যোপান্ত - আদ্যো ও উপান্ত
উত্তরোত্তর - উত্তর ও উত্তর
ঘরবাড়ি - ঘর ও বাড়ি
জনমানব - জন ও মানব
টাকাকড়ি - টাকা ও কড়ি
দম্পতি - জায়া ও পতি [সংস্কৃত জায়া থেকে দম]
দা-কুমড়া - দা ও কুমড়া
দেওয়া-নেওয়া - দেওয়া ও নেওয়া
দেখাশোনা - দেখা ও শোনা
পুঙ্খানুপুঙ্খ - পুঙ্খ ও অনুপুঙ্খ
ভরণপোষণ - ভরণ ও পোষণ
ভালোমন্দ - ভালো ও মন্দ
মরাবাঁচা - মরা ও বাঁচা
রক্তমাংস - রক্ত ও মাংস
লেনদেন - লেন ও দেন
শীতাতাপ - শীত ও আতপ
শ্বাস-প্রশ্বাস - শ্বাস ও প্রশ্বাস
সাতসতেরো - সাত ও সতেরো
সৈন্যসামন্ত - সৈন্য ও সামন্ত
হিতাহিত - হিত ও অহিত

অলুক দন্দ্ব সমাসের উদাহারণ (ব্যাসবাক্যসহ)

কোলেপিঠে - কোলে ও পিঠে
তেলেবেগুনে - তেলে ও বেগুনে
দুধেভাতে - দুধে ও ভাতে
দোয়াতকলম - দোয়াত ও কলম
পথেঘাটে - পথে ও ঘাটে
পথে-প্রান্তরে - পথে ও প্রান্তরে
বনেবাদারে - বনে ও বাদাড়ে
সাপে নেউলে - সাপে ও নেউলে
হাতে-পায়ে - হাতে ও পায়ে

বহুপদী দ্বন্দ্ব সমাসের উদাহারণ (ব্যাসবাক্যসহ)

কাক-চিল-মাছরাঙা - কাক, চিল ও মাছরাঙা
পদ্মা-মেঘনা-যমুনা - পদ্মা, মেঘনা ও যমুনা

একশেষ দ্বন্দ্ব সমাসের উদাহারণ (ব্যাসবাক্যসহ)

তোমরা - সে ও তুমি
আমরা - সে, তুমি ও আমি

এই ছিলো মোটামুটিভাবে বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডের পরীক্ষায় আসা কিছু সমাসের ব্যাসবাক্য। আশা করি এখান থেকে শিক্ষার্থীরা উপকৃত হতে পারবে। 

আমাদের কন্টেন্টগুলো ফেসবুকে স্ক্রল করতে করতে পেয়ে যেতে আমাদের ফেসবুক পেজ ফলো করুন। আমাদের ফেসবুক পেজে যেতে এখানে ক্লিক করুন। বিভিন্ন বিষয় আমাদের ইউটিউব চ্যানেলে সুন্দর করে বুঝিয়ে দেয়া হয়ে থাকে। পাঠগৃহের ইউটিউব চ্যানেলটি ঘুরে দেখতে এখানে ক্লিক করুন

"দ্বন্দ্ব সমাস: কী, সহজে চেনার উপায়, ব্যাসবাক্যসহ উদাহারণ" এর PDF Download এ ক্লিক করুন।
Md. Rabiul Mollah

Okay! So here I'm Md. Rabiul Mollah from Pathgriho Network. I'm currently a student of B.Sc in Textile Engineering Management at Bangladesh University of Textiles. facebook instagram github twitter linkedin

Previous Post Next Post

এই লেখাটি আপনার সোশ্যাল মিডিয়া ওয়ালে শেয়ার করুন 😇 হয়তো এমনও হতে পারে আপনার শেয়ার করা এই লেখাটির মাধ্যমে অন্য কেউ উপকৃত হচ্ছে! এবং কারো উপকার করার থেকে ভাল আর কি হতে পারে?🥺