অরবিট, অরবিটাল, নোড ও লোব

অরবিট কি? 

পরমানুতে নিউক্লিয়াসের চতুর্দিকে যে নির্দিষ্ট শক্তির প্রধান কক্ষপথে ইলেকট্রন আবর্তন করে তাকে/তাদেরকে অরবিট বা Orbit বলে। অরবিটকে শক্তিস্তরও বলা হয়।

অরবিটকে n দ্বারা প্রকাশ করা হয়। n এর বিভিন্ন মানের জন্য অরবিটগুলোকে K, L, M, N ইত্যাদি নামকরণ করা হয়। 

অরবিট, অরবিটাল নোড ও লোব

অরবিটাল কি? 

নিউক্লিয়াসের চতুর্দিকে ত্রিমাত্রিক (3D) যে অঞ্চলসমূহে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি, সেই অঞ্চলকে অরবিটাল বা orbital বলে। অরবিটালকে উপশক্তিস্তর বলা হয়। 

s, p, d, f অরবিটাল থাকে। এর একটিই উপস্থর। p এর উপস্তর তিনটি (px, py, pz)। অনুরূপভাবে d এর ৫ টি এবং f এর ৭ টি। 

অরবিট ও অরবিটালের মধ্যে পার্থক্য বা শক্তিশর ও উপশক্তিস্তরের মধ্যে পার্থক্য কি? 

অরবিট এবং অরবিটালের মধ্যবর্তী পার্থক্য নিচে উল্লেখ করা হলো:

ক্রমিক

অরবিট (শক্তিস্তর)

অরবিটাল (উপশক্তিস্তর)

পরমানুতে নিউক্লিয়াসের চতুর্দিকে যে নির্দিষ্ট শক্তির প্রধান কক্ষপথে ইলেকট্রন আবর্তন করে তাকে অরবিট বলে।

নিউক্লিয়াসের চতুর্দিকে ত্রিমাত্রিক যে অঞ্চলসমূহে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি, সেই অঞ্চলকে অরবিটাল বলে।

এটি দ্বারা নিউক্লিয়াসের চারদিকে দ্বিমাত্রিক বৃত্তাকার পথে ইলেকট্রন আবর্তন বুঝায়।

এটি দ্বারা ত্রিমাত্রিক স্থানে ইলেকট্রন আবর্তন বুঝায়।

অরবিটসমূহ n দ্বারা প্রকাশ করা হয়। n এর মান 1,2,3… … হয়ে থাকে।

অরবিটাল সমূহকে s, p, d, f দ্বারা প্রকাশ করা হয়।

n=1,2,3… এর জন্য শক্তিস্তরের নাম K, L, M শেল হিসেবে চিহ্নিত হবে

s অরবিটালের উপস্তর ১ টি, p, d এবং f এর ৩,৫ এবং ৭ টি।

এক্ষেত্রে শক্তির ক্রম হচ্ছে 1<2<3<4…

একই উপস্তরের px, py, pz এর শক্তি সমান।

প্রতিটি অরবিটে 2n2 সংখ্যাক ইলেকট্রন থাকতে পারে

একটি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 2 টি ইলেকট্রন থাকতে পারে


নোড কি?

যে মধ্যবর্তী গোলাকার তলে ইলেকট্রন ইলেকট্রন ঘনত্বের মান শূন্য থাকে তাকে নোডাল তল বা নোড বলে। বাংলায় একে পর্বও বলা হয়ে থাকে।  
নোড ২ প্রকার। 

১. রেডিয়াল নোড এবং
২. কৌণিক নোড
s অরবিটালে নোড সংখ্যা = (n-l) সংখ্যক
যেমন, 3s অরবিটালের নোয় সংখ্যা (3-1) =2 টি  

এর মধ্যে কৌণিক নোডাল তল থাকে সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বারের সমান। আর রেডিয়াল নোড থাকে বাকি সংখ্যক।

লোব কি?

ডাম্বেলের মতো উপশক্তিস্তরকে (অরবিটাল) নোডাল তল দ্বারা বিভক্ত করলে যে দুটি অংশ পাওয়া যায় যে স্থানে ইলেক্ট্রন মেঘের ঘনত্ব সবথেকে বেশি হয় তালে লোব বলা হয়। 
Md. Rabiul Mollah

Okay! So here I'm Md. Rabiul Mollah from Pathgriho Network. I'm currently a student of B.Sc in Textile Engineering Management at Bangladesh University of Textiles. facebook instagram github twitter linkedin

Previous Post Next Post

এই লেখাটি আপনার সোশ্যাল মিডিয়া ওয়ালে শেয়ার করুন 😇 হয়তো এমনও হতে পারে আপনার শেয়ার করা এই লেখাটির মাধ্যমে অন্য কেউ উপকৃত হচ্ছে! এবং কারো উপকার করার থেকে ভাল আর কি হতে পারে?🥺