SSC Math Model Test 03

এসএসসি সিলেবাসের বিভিন্ন অধ্যায়ের উপর ১০ টি প্রশ্ন ও সমাধান দেয়া হলো।

প্রশ্ন:

১. (1÷9) এর আবৃত দশমিক রূপ কোনটি?
২. X ও Y অক্ষের ছেদবিন্দুকে সর্বপ্রথম কে মূলবিন্দু হিসেবে আখ্যায়িত করেন?
3. একটি কার্ড রিডার 40 টাকায় বিক্রি করলে 10% লাভ হয়। কার্ডরিডারটির ক্রয়মূল্য কত?
৪. দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ কোনটি?
5.“Elements” বইটি কোন বিজ্ঞানির দ্বারা কত সালে রচিত?
৬. 15° কোনের পূরক কোন কত?
৭. দুইটি কিলোমিটার পোস্ট A এবং B এর মধ্যবর্তী কোনো স্থানের উপর P বিন্দুতে একটি উড়োজাহাজ হতে ওই কিলোমিটার পোস্ট দুটির অবনতি কোন যথাক্রমে 60° এবং 30° হলে উড়োজাহাজটি মাটি থেকে কত উঁচুতে অবস্থিত?
৮. কোনো সমান্তর ধারার m তম পদ m2 (m square), n তম পদ n2 (n square) হলে, ধারাটির (m+n) তম পদ কত?
৯. 6÷2(1+2) =?
১০. সমাধান কর: 1/x + 1/(x+1) = 2/(x-1)


সমাধান: 
১. (1÷9) এর আবৃত দশমিক রূপ কোনটি?

উত্তর: 1/9= 0.11111= 0.1 ̇ 

২. X ও Y অক্ষের ছেদবিন্দুকে সর্বপ্রথম কে মূলবিন্দু হিসেবে আখ্যায়িত করেন?
উত্তর: রেনে দেকার্তে

৩. একটি কার্ড রিডার 40 টাকায় বিক্রি করলে 10% লাভ হয়। কার্ডরিডারটির ক্রয়মূল্য কত? 

সমাধান: ধরি, ক্রয়মূল্য x টাকা।
তাহলে,৭% লাভে বিক্রয়মূল্য (x+10x/100) টাকা ।
                                         = x(1+1/10) টাকা
শর্তানুযায়ী, x(1+1/10) = 40
             বা, x(11/10) = 40
             বা, 11x/10= 40
             বা, 11x = 40 × 10 = 400
         সুতরাং, x = 400/11 = 36. 363 টাকা। 

৪. দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ কোনটি?
সমাধান: ax2+bx+c=0

৫. “Elements” বইটি কোন বিজ্ঞানির দ্বারা কত সালে রচিত?
উত্তর: খ্রিষ্টপূর্ব ৩০০ অব্দে।

৬. 15° কোনের পূরক কোন কত?
উত্তর: 75° 

৭. দুইটি কিলোমিটার পোস্ট A এবং B এর মধ্যবর্তী কোনো স্থানের উপর P বিন্দুতে একটি উড়োজাহাজ হতে ওই কিলোমিটার পোস্ট দুটির অবনতি কোন যথাক্রমে 60° এবং 30° হলে উড়োজাহাজটি মাটি থেকে কত উঁচুতে অবস্থিত? 

সমাধান: 

এসএসসি গণিত মডেল টেস্ট ০৩

ত্রিভুজ PAC তে tan PAC = PC/AC  
                       tan60 = h/x
                        √3 = h/x
                        h = √3x ----(i) 

আবার ত্রিভুজ PBC তে, tanPBC = PC/BC
                                   tan30= h/(1000-x)
                                   1/√3 = h/(1000-x) 
                                  1000-x = √3h
       After Calculating, x = 250 ----- (ii) 
সুতরাং, h = √3x = √3 X 250 = 433.013 মিটার (প্রায়) 

৮. কোনো সমান্তর ধারার m তম পদ m2 (m square), n তম পদ n2 (n square) হলে, ধারাটির (m+n) তম পদ কত?

সমাধান:
ধরি প্রথম পদ a, সাধারণ অন্তর d
m তম পদ = a+(m-1)d
n তম পদ = a+(n-1)d

শর্তানুসারে, 
                 a+(m-1)d = m2 ---- (i)
                  a+(n-1)d = n2 ----- (ii) 

(i) – (ii) করে পাই, 
a+(m-1)d - a+(n-1)d = m2 - n2  
…. …. 
বা, d = p+q (by solving) 

সুতরাং (m+n) তম পদ = a+(m+n-1)d
                                   = a+(m-1)d + nd
                                    = m2+n(m+n) 
                                    = m2 + mn + n2 

৯. 6÷2(1+2) =? 

সমাধান: 
6÷2(1+2) = 6÷2×3= 3×3=9

(ক্যালকুলেটরে 1 আসবে যা ভুল)

১০. সমাধান কর: 1/x + 1/(x+1) = 2/(x-1) 

সমাধান: 
এখানে, 1/x + 1/(x+1) = 1/(x-1) + 1/(x-1) 
বা, 1/x - 1/(x-1) = 1/(x-1) - 1/(x+1) 
বা, (x-1-x)/x(x-1)  = (x+1-x+1)/((x+1)(x-1)) 
বা, (-1)/x = 2/(x+1)
বা, 3x = -1
…  x = -1/3
Md. Rabiul Mollah

Okay! So here I'm Md. Rabiul Mollah from Pathgriho Network. I'm currently a student of B.Sc in Textile Engineering Management at Bangladesh University of Textiles. facebook instagram github twitter linkedin

Previous Post Next Post

এই লেখাটি আপনার সোশ্যাল মিডিয়া ওয়ালে শেয়ার করুন 😇 হয়তো এমনও হতে পারে আপনার শেয়ার করা এই লেখাটির মাধ্যমে অন্য কেউ উপকৃত হচ্ছে! এবং কারো উপকার করার থেকে ভাল আর কি হতে পারে?🥺