Shikho এর Academic program (Discount Code)

Shikho.com এর যেকোনো কোর্সে ডিসকাউন্ট পেতে আমাদের ৩টি প্রোমোকোড ব্যবহার করতে পারেন। একটিতে কাজ না হলে অন্যটি দিবেন। এভাবে ৩টি থেকে একটি কাজ করবে ইন শা আল্লাহ।

আমাদের প্রোমোকোড ৩টি হচ্ছে:

PATHGRIHO

PATHGRIHO10

PATHGRIHO20

কোনো কারণে একটিও কাজ না করলে আমাদেরকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ আমাদের উপর আস্থা রাখায়।

শিখো বাংলাদেশের অন্যতম একটি ইন্টারনেট ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান। এখানে খুব সহজে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে পাঠদান করা হয়ে থাকে এবং একজন শিক্ষার্থী খুব সহজে তার বাসা থেকে বসে উন্নত মানের শিক্ষা শুধুমাত্র স্মার্টফোনের মাধ্যমে গ্রহণ করতে পারছে।

Shikho এর Academic program Science প্রোগ্রাম কি?

বাংলাদেশ SSC এবং HSC পরীক্ষার্থীদের জন্য শিখো বরাবরই অসাধারণ কিছু কোর্স তৈরি করেছে এবং এর মাধ্যমে পূর্বে অনেক শিক্ষার্থী সফলতা লাভ করেছে। বর্তমানে এইচএসসি এবং এসএসসি পরীক্ষাতে যাতে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ভালো করতে পারে সেজন্য একাডেমিক সাইন্স প্রোগ্রাম নামের একটি সময় ভিত্তিক কোর্স তৈরি করেছে Shikho! যার মাধ্যমে একজন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাদের এসএসসি অথবা এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারবে।

আমাদের প্রোমো কোড PATHGRIHO10 ব্যবহার করলে পেয়ে যাবেন ৩ মাসের জন্য 10% Discount!

Shikho এর Academic program Science প্রোগ্রাম এর লিঙ্ক

Shikho এর Academic program Science প্রোগ্রাম থেকে যা যা পাবেন

  1. লাইভ ক্লাস: Shikho অ্যাপ এবং ওয়েবে দেশের নামকরা সব টিচারদের ইন্টারঅ্যাকটিভ লাইভ ক্লাসে সরাসরি কথা বলে সব টপিক বুঝে নেওয়ার সুযোগ।
  2. ক্লাস নোট: প্রতিটি ক্লাস শেষে মেন্টরদের তৈরি সহজ ও তথ্যপূর্ণ লেকচার স্লাইড, যেগুলো শিক্ষার্থীদের জন্য একেবারে গোছানো নোট-এর কাজ করবে।
  3. রেকর্ডেড ভিডিও: লাইভ ক্লাস মিস করলেও ক্লাসের রেকর্ড করা ভিডিও দেখে নিজের সুবিধাজনক সময়ে শেখার সুযোগ।
  4. অ্যানিমেটেড ভিডিও: বইয়ের যেসব বিষয় শুধুমাত্র পড়ে বোঝা যায় না, সেগুলো বাস্তব জীবনের উদাহরণ দিয়ে তৈরি অ্যানিমেটেড ভিডিও দেখে প্রতিটি টপিক সহজভাবে বুঝে নেওয়ার সুযোগ। >প্র্যাকটিস টেস্ট: হোমওয়ার্ক হিসেবে অ্যাপের প্র্যাকটিস MCQ টেস্টগুলো দিয়ে, সমাধান দেখে নিজের শেখার অবস্থা নিজেই যাচাইয়ের সুযোগ।
  5. লাইভ টেস্ট: প্রতিটি চ্যাপ্টারের উপরে লাইভ MCQ টেস্ট হবে আমাদের অ্যাপে। যার মাধ্যমে তোমার প্রোগ্রেস মূল্যায়ন করা হবে।
  6. সলভিং ক্লাস: MCQ টেস্ট-এর প্রশ্নগুলোর পূর্ণাঙ্গ সমাধানের জন্য শিক্ষকরা এই লাইভ সলভিং ক্লাস নিবেন। এর পাশাপাশি লেকচারের কোনো টপিক নিয়ে কনফিউশন থেকে গেলে, সেগুলোও শিক্ষকদের সরাসরি প্রশ্ন করে সমাধান করে নেয়া যাবে ।
  7. এক্সট্রা ক্লাস: লাইভ MCQ টেস্টের রেজাল্ট-এর উপর ভিত্তি করে শিক্ষক এবং শিক্ষার্থীরা বুঝতে পারবেন যে কাদের কোন টপিকে দুর্বলতা রয়েছে। সে অনুযায়ী শিক্ষার্থীরা এক্সট্রা ক্লাসে জয়েন করে তাদের দুর্বল বিষয়গুলোকে শিক্ষকদের থেকে আরও ভালোভাবে ঝালাই করে নিতে পারবে।
  8. রিপোর্ট কার্ড: একটি চাপ্টারের সব ক্লাস এবং এক্সাম শেষ হবার পরে শিক্ষার্থীদের নিয়মিত চাপ্টার ভিত্তিক প্রোগ্রেস নিয়ে থাকছে রিপোর্ট কার্ড। যা দেখে শিক্ষার্থীরা তাদের পড়ালেখার অবস্থা বুঝে গুরুত্ব অনুযায়ী প্রস্তুতি নিতে পারবে।
Use our promo code PATHGRIHO10 to get 10% discount for 3 months!

Shikho এর Academic program Science প্রোগ্রাম


আপনি যদি কোচিং সেন্টারগুলোতে দৌড়াদৌড়ি করে সময় নষ্ট না করতে চান তবে অবশ্যই এই একাডেমিক প্রোগ্রামের জয়েন করতে পারেন এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষা তে ভালো করার জন্য নিজেকে তৈরি করে নিতে পারেন শুভকামনা রইল সামনের পরীক্ষাগুলোতে ভালো করার জন্য

Post a Comment

Previous Post Next Post

এই লেখাটি আপনার সোশ্যাল মিডিয়া ওয়ালে শেয়ার করুন 😇 হয়তো এমনও হতে পারে আপনার শেয়ার করা এই লেখাটির মাধ্যমে অন্য কেউ উপকৃত হচ্ছে! এবং কারো উপকার করার থেকে ভাল আর কি হতে পারে?🥺