বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টার সম্পর্কে আমরা সবাই জানি। প্রতিবছর এইচএসসি এক্সাম দেওয়ার পরে অসংখ্য শিক্ষার্থী ঢাকায় আসে শুধুমাত্র University Admission কোচিং সেন্টারগুলোতে ভর্তি হওয়ার জন্য! এর জন্য তাদের যেমন অনেক টাকা খরচ করতে হয় ঠিক তেমনিভাবে পোহাতে হয় অগণিত দুর্ভোগ। এই সমস্যা সমাধানের লক্ষ্যে Shikho নিয়ে এসেছে অনলাইনের মাধ্যমে বাংলাদেশের অন্যতম সেরা ভর্তি কোচিং সেন্টার UCC এর University Admission Coaching সম্পূর্ণ Online এ করার বিশেষ সুবিধা। এখানে এ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করছি।
শুরুতেই জানিয়ে রাখা ভালো যে UCC Powered by Shikho থেকে কোর্সগুলো কিনতে পারবেন আমাদের বিশেষ Promo Code এর মাধ্যমে। UCC University Admission Course Promo Code হিসাবে PATHGRIHO ব্যবহার করলে সরাসরি 40% Discount পেয়ে জাবেন।
ক Unit (বিজ্ঞান) UCC ভার্সিটি ভর্তি কোর্স
বিজ্ঞান বিভাগে যে সকল শিক্ষার্থী রয়েছেন তারা প্রায় সবাই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলোকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। বিশ্ববিদ্যালয়ের ক ইউনিট এর জন্যও তাদের প্রস্তুতি নিতে হয়। এই প্রস্তুতি নেওয়ার জন্য অন্যতম একটি ভাল প্রতিষ্ঠান হচ্ছে UCC এবং খুব ভালো পরিমাণের শিক্ষার্থী তাদের কোচিংয়ে ভর্তি হয় এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ও ভালো করে।
এই কোচিংয়ে ইন্টারঅ্যাকটিভ লাইভ ক্লাসগুলো পরিচালনা করবেন দেশের প্রথম সারির বিভিন্ন বিশ্বিবিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীবৃন্দ। অর্থাৎ এর মাধ্যমে একজন শিক্ষার্থী খুব ভালোভাবে বুঝতে পারবে ঠিক কিভাবে পরীক্ষাতে ভালো করা যাবে এবং এ ইউনিটের ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করা যাবে।
ক Unit এর UCC online কোর্সে যা যা রয়েছে
- ৪টি বিষয় (গনিত, পদার্থবিজ্ঞন, রসায়ন, জীববিজ্ঞান)
- ৫৫+ লাইভ ক্লাস
- ১২টি স্পেশাল ক্লাস
- ৬৯টি এক্সাম
- ১২টি মডেল টেস্ট
- বাসায় পৌঁছে যাবে UCC কর্তৃক প্রকাশিত এক সেট বই
ক Unit (বিজ্ঞান) UCC ভার্সিটি ভর্তি কোর্স এর দাম
ক Unit (বিজ্ঞান) UCC ভার্সিটি ভর্তি কোর্স এর দাম ১৭০০০ টাকা। তবে আমাদের Promo Code বা Discount Code: PATHGRIHO ব্যবহার করলে পাবেন 40% ছাড় অর্থাৎ ১০২০০ টাকা মাত্র।
খ Unit (মানবিক) UCC ভার্সিটি ভর্তি কোর্স
মানবিক বিভাগের যে সকল শিক্ষার্থীর রয়েছেন তাদের জন্য এই কোর্সটি অনেক সাহায্যকর হবে কেননা এর মাধ্যমে তারা খুব সহজে বাসায় বসে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য সকল ধরনের প্রস্তুতি নিতে পারবেন। বিশেষ করে মানবিক বিভাগের ভর্তি পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান, ইংরেজি এবং বাংলার উপরে বেশি জোর দিতে হয়। এক্ষেত্রে এই তিনটে সাবজেক্টে সবথেকে গুরুত্ব সহকারে পড়ানো হবে এই কোর্সে। সুতরাং এটি একজন শিক্ষার্থীর খ ইউনিটের প্রস্তুতির জন্য অনেক ভালো হবে।
খ Unit এর UCC online কোর্সে যা যা রয়েছে
- ৩টি বিষয় (সাধারণ জ্ঞান, ইংরেজি এবং বাংলা)
- ৪০+ লাইভ ক্লাস
- ৬টি স্পেশাল ক্লাস
- ৪৮+ এক্সাম
- ১২টি মডেল টেস্ট
- বাসায় পৌঁছে যাবে UCC কর্তৃক প্রকাশিত এক সেট বই
খ Unit (মানবিক) UCC ভার্সিটি ভর্তি কোর্স এর দাম
খ Unit (মানবিক) UCC ভার্সিটি ভর্তি কোর্স এর দাম ১৬০০০ টাকা। তবে আমাদের Promo Code বা Discount Code: PATHGRIHO ব্যবহার করলে পাবেন 40% ছাড় অর্থাৎ ৯,৬০০ টাকা মাত্র।
গ Unit (বাণিজ্য) UCC ভার্সিটি ভর্তি কোর্স
বাণিজ্য বিভাগের বা কমার্সের যারা রয়েছেন তাদের জন্য এই কোর্সটি অনেক সাহায্যকারী হবে। কেননা এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো পড়ানো হবে যেমন: ফিন্যান্স ও ব্যাংকিং, হিসাববিজ্ঞান, ইংরেজি, বাংলা, প্রোডাকশন ম্যানেজমেন্ট এবং মার্কেটিং, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা। বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে এই সাবজেক্ট গুলো গুরুত্ব দেওয়া হয়ে থাকে এবং আপনি এই কোর্সটি করার মাধ্যমে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে ভালো রেজাল্ট করতে পারেন।
গ Unit এর UCC online কোর্সে যা যা রয়েছে
- ৬টি বিষয় (ফিন্যান্স ও ব্যাংকিং, হিসাববিজ্ঞান, ইংরেজি, বাংলা, প্রোডাকশন ম্যানেজমেন্ট এবং মার্কেটিং, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা)
- ৮০+ লাইভ ক্লাস
- ৬টি স্পেশাল ক্লাস
- ৮২+ এক্সাম
- ১২টি মডেল টেস্ট
গ Unit (বাণিজ্য) UCC ভার্সিটি ভর্তি কোর্স এর দাম
গ Unit (বাণিজ্য) UCC ভার্সিটি ভর্তি কোর্স এর দাম ১৮,০০০ টাকা। তবে আমাদের Promo Code বা Discount Code: PATHGRIHO ব্যবহার করলে পাবেন 40% ছাড় অর্থাৎ ১০,৮০০ টাকা মাত্র।
ইউসিসি (UCC) বাংলাদেশের অন্যতম একটি লিডিং কোচিং সেন্টার। দীর্ঘদিন যাবৎ এডমিশন কোচিং করিয়ে আসছে সারা বাংলাদেশ জুড়ে। এক্ষেত্রে যেহেতু UCC ও Shikho সংযুক্ত অবস্থায় রয়েছে সেক্ষেত্রে আপনি নির্দ্বিধায় এই অনলাইন কোর্স করতে পারেন। শিখো বাংলাদেশের অন্যতম একটি প্রতিষ্ঠান যারা কিনা এসএসসি ও এইচএসসি এবং চাকরি ক্ষেত্রে Skill course দিয়ে আসছে।