DMRC এর HSC টেস্ট পরীক্ষার প্রশ্ন (২য় পত্র: বাংলা, ইংরেজি এবং আইসিটি)

HSC এর বাংলা ২য় পত্র, ইংরেজি ২য় পত্র এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপর ডক্টর মাহবুবুর রহমান মোল্লা (DMRC) কলেজের ২০১৮ সালের নির্বাচনী পরীক্ষার সৃজনশীল এবং বহুনির্বাচনী প্রশ্নের প্রশ্নপত্রের পিডিএফ আপনাদের অনুশীলনের জন্য দেয়া হলো। PDF Download এর পূর্বে কিছু প্রশ্ন দেখে নেয়া যাক।

DMRC এর HSC টেস্ট পরীক্ষার প্রশ্ন (২য় পত্র: বাংলা, ইংরেজি এবং আইসিটি)

বাংলা দ্বিতীয় পত্র

১. ক) ম-ফলা উচ্চারণের যে কোনো পাঁচটি নিয়ম উদাহারণসহ লেখ

১. খ) যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ - আবশ্যক, যথাক্রমে, ঐশ্বর্য, পদ্য, মর্যাদা, অধ্যক্ষ, ছাত্র, যজ্ঞ।

২. ক) বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের যেকোনো পাঁচটি নিয়ম লেখ।

৩. ক) উদাহারণসহ আবেগ শব্দের শ্রেণিবিভাগ আলোচনা কর।

DMRC এর ২০১৮ সালের বাংলা দ্বিতীয় পত্র নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র ডাউনলোড করতে একেবারে নিচের দিকে থাকা লিংকটি অনুসরণ করো।

ইংরেজি দ্বিতীয় পত্র

14. Suppose, you are Sumit, a reporter for a daily newspaper. Write a report on the causes of students' failure in English.
15. Write a paragraph on 'Drug Addiction'
1. Write a short composition on "Rural Development". Write at least 200 words but don't exceed 250 words.

DMRC এর ২০১৮ সালের ইংরেজি দ্বিতীয় পত্র নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র ডাউনলোড করতে একেবারে নিচের দিকে থাকা লিংকটি অনুসরণ করো।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

১. বর্তমানে লগইন সিস্টেমে পাসওয়ার্ড নির্ভর নিরাপত্তা ব্যবস্থা থেকে বের হয়ে এখন মানুষের শারীরবৃত্তিক বিভিন্ন প্যাটার্নকে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করছে। যা সাইবার নিরাপত্তা ব্যবস্থাকে অনে শক্তিশালী করেছে। এছাড়া বেশ কিছুদিন আগে বাংলাদেশের একদল গবেষক ইলিশ মাছের জন্মরহস্য উন্মোচন করেছেন। ফলে ভবিষ্যতে ইলিশ মাছের উৎপাদন বৃদ্ধিতে এই গবেষণা ব্যপক ভূমিকা রাখবে।

ক) রোবট কাকে বলে?

খ) নিম্ন তাপমাত্রায় জীবাণু কীভাবে ধ্বংস করা যায় ব্যাখ্যা কর।

গ) উদ্দীপক পাসওয়ার্ড হিসেবে ব্যবহৃত প্রযুক্তি সম্পর্কে আলোচনা কর।

ঘ) উদ্দীপকে গবেষকরা যে পদ্ধতির উপর নির্ভর করে কাজ করেছেন তা কি ভূমিকা রাখবে? বিশ্লেষণ করো।

DMRC এর ২০১৮ সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র ডাউনলোড করতে একেবারে নিচের দিকে থাকা লিংকটি অনুসরণ করো।

PDF Download

DMRC এর HSC টেস্ট পরীক্ষার প্রশ্ন (২য় পত্র: বাংলা, ইংরেজি এবং আইসিটি) করতে এখানে ক্লিক করুন।

Post a Comment

Previous Post Next Post

এই লেখাটি আপনার সোশ্যাল মিডিয়া ওয়ালে শেয়ার করুন 😇 হয়তো এমনও হতে পারে আপনার শেয়ার করা এই লেখাটির মাধ্যমে অন্য কেউ উপকৃত হচ্ছে! এবং কারো উপকার করার থেকে ভাল আর কি হতে পারে?🥺