নটর ডেম কলেজে সুযোগ পেতে কোচিং করতে হয় কি?
নটর ডেম কলেজে সুযোগ পাওয়ার জন্য কোনো কোচিং করতে হয় কি না? করলে কোন কোচিং? আলাদা কোনো ভর্তি গাইড কিনতে হয় কি না? এসব প্রশ্ন সদ্য এসএসসি পরীক্ষা দেয়া শিক্ষার্থীদের মধ্যে যারাই নটর ডেম কলেজে ভর্তি হতে ইচ্ছুক তাদের মনেই ঘুরপাক খাচ্ছে। এসব প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করব নটর ডেম কলেজের একজন সাবেক শিক্ষার্থী হিসেবে।
আমি ২০১৭ সালে ঢাকা বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দেই। এরপর নটর ডেম কলেজে ভর্তি ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তির জন্য উত্তীর্ণ হয়ে নটর ডেম কলেজে ভর্তি হই। আমাদের সময়ের মানবন্টন ছিলো ৩০ মিনিটে ৫০টি এমসিকিউ এবং একই দিনে লিখিত পরীক্ষার পর মৌখিক পরীক্ষা। আমি কি ভর্তি হওয়ার জন্য কোচিং করেছিলাম? আমার উত্তর "না, কোনো কোচিং করিনি।" তারমানে কেউই কি কোচিং করে না? উত্তর, অনেকেই করে এবং সুযোগও পায়। তবে বেশিরভাগ শিক্ষার্থীই ভর্তির জন্য আলাদাভাবে কোনো কোচিং করেনি।
এখন আসি সুযোগ পাওয়ার জন্য কী কী করতে হয়? এর জন্য কোচিং সেন্টার এবং ভর্তি গাইডের গুরুত্ব আসলে কী এবং কতটুকু?
ব্যক্তিগত অভিজ্ঞতা বলে, সুযোগ পাওয়ার জন্য কোচিংয়ের বিশেষ কোনো প্রয়োজন নেই। ভর্তির জন্য বোর্ড বইগুলো ভালোভাবে পড়লেই হয়ে যায়। কোন কোন বই থেকে প্রশ্ন হয়? এর জন্য অপেক্ষা করতে হবে ভর্তি বিজ্ঞপ্তি দেয়া পর্যন্ত। গ্রুপ ভিত্তিক সাবজেক্ট গুলো অবশ্যই থাকে, সাথে বাংলা এবং ইংরেজি। তবে এবার যেহেতু পরীক্ষা হয়েছেই শুধু গ্রুপ ভিত্তিক বিষয়ে, তাই আশা করা যায় সেই বিষয়গুলোর উপরেই ভর্তি পরীক্ষা হবে।
মূল প্রশ্নে ফেরা যাক। কোচিং সেন্টারে আমি না হয় কোচিং করিনি, তবে কোচিংয়ের কি কোনোই ভালো দিক নেই?
নিজে কোচিং না করলেও যারা কোচিং করতো তাদের থেকে কিছু শিট ফটোকপি করে এনেছিলাম, খুলে দেখলাম সব বই থেকেই, পড়া আর হয়নি। ইন্টারমিডিয়েটে নির্দিষ্ট কোনো বই নেই, তাই কোচিং সেন্টারের শিটগুলো উপকারী হলেও এখানে সবতো NCTB এর বই থেকেই হচ্ছে। তাহলে কোচিং সেন্টারের শিটের কোনো প্রয়োজন রইলো না।
নটর ডেম কলেজে পড়া আমার যেসব বন্ধুরা কোচিং করেছে তাদের থেকে জেনে যেটুকু বলতে পারি, কোচিং সেন্টারে থাকলে তুমি নিয়মিত পড়ার সাথে থাকতে পারবেন। যারা এসএসসি পরীক্ষা শেষ করে পরদিন থেকেই আবার বই নিয়ে বসাতে কোনো সমস্যা দেখে না তারা কোচিং করতেই পারে। তবে যারা একটু শান্তি চাও, নিজের মতো পড়তে চাও তাদের জন্য কোচিং সেন্টারে ভর্তি হওয়াটা এই সময়ে প্যানিক বলে মনে হবে। চাইলে শুধু মডেল টেস্ট দেয়া গেলে মডেল টেস্ট দিতে পারো। কারণ নিয়মিত পরীক্ষা দিয়ে পরীক্ষা পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেয়ার অনুশীলন করাটা কাজে দিতে পারে।
নটর ডেম কলেজে ভর্তির জন্য কোনো ভর্তি গাইড পড়তে হয়?
রাস্তায় বের হলে অনেক লিফলেট দেখা যায়, দেয়ালে দেয়ালে লাগানো বিজ্ঞাপন দেখা যায় নটর ডেম কলেজে ভর্তির জন্য বিশেষ বই। সেখানে বিগত বছরের প্রশ্ন থাকে বলে শুনেছি। আগে পরে কখনো এসব গাইডবই হাতে নিয়ে দেখা হয়নি বলে এসব সম্পর্কে বলতে পারছি না। বিগত বছরের প্রশ্ন পড়ে কমন পাওয়া যায় কি না তাও বলতে পারছি না। তবে খুব বেশিই যদি কিনতে মনেই চায়, তবে কিনে ওই নিজে নিজে সময় ধরে বাসায় পরীক্ষা দিয়ে দেখতে পারো। অনুশীলনের ব্যাপারটা ছাড়া আর কোনো পজিটিভ দিক আমার চোখে পড়ে না।
নটর ডেম কলেজের ভর্তি পরীক্ষার জন্য তাহলে কী পড়ব?
NCTB থেকে দেয়া বইগুলো ভালোভাবে পড়লেই চলবে। কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। কোন কোন বিষয়ের উপর প্রশ্ন হবে, মানবন্টন কীভাবে হবে তা ভর্তি বিজ্ঞপ্তির আগে বলা সম্ভব না।