এইচএসসি রসায়ন ১ম পত্র: প্রথম অধ্যায় ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার (সৃজনশীল প্রশ্ন ও উত্তর PDF Download)

১. প্রান্ত 4 ডিজিট ব্যালেন্সে 1.0589 g `Na_2CO_3` এবং ইমন 2 ডিজিট ব্যালেন্সে 1.62 g `K_2Cr_2O_7` নিয়ে পৃথকভাবে 100 mL আয়তনমিতিক ফ্লাক্সে নিয়ে প্রয়োজনীয় পরিমাণ পানি মিশিয়ে দ্রবণ তৈরি করলো।

ক) প্রমাণ দ্রবণ কাকে বলে?

খ) ল্যাবরেটরীতে ব্যবহৃত রাসায়নিক দ্রব্যের পরিমিত ব্যবহারের গুরুত্ব ব্যখ্যা কর।

গ) প্রান্ত-এর প্রস্তুতকৃত দ্রবণটির pH নির্ণয় কর।

ঘ) উদ্দীপকের কোন দ্রবণটি প্রমাণ দ্রবন হিসেবে অধিক গ্রহনযোগ্য হবে? উত্তরের স্বপক্ষে গাণিতিক প্রমাণ দাও।

উত্তর:

ক) যে দ্রবণের ঘনমাত্রা সঠিকভাবে জানা থাকে তাকেই প্রমাণ দ্রবণ বলা হয়।

খ) ল্যবরেটরিতে ব্যবহৃত রাসায়নিক দ্রব্যের পরিমিত ব্যবহারের গুরুত্ব- 

i) পরিবেশের ক্ষতিকর রাসায়নিক পদার্থ ও জৈব দ্রাবক পদার্থ ব্যবহারে শিক্ষার্থীদের আরও সতর্ক হতে হবে যাতে করে যত সম্ভব কম পরিমাণে ব্যবহার করা যায়।

ii) পাতিত পানি ব্যবহার যথাসম্ভব কম পরিমাণে করতে হবে।

iii) পরীক্ষাকালীন টেস্টটিউবে রাসায়নিক বিকারক খুব কম ব্যবহার করতে হবে।


গ) এই প্রশ্নের সমাধানে [`OH^-] এর মান আসবে 0.1998 M, pOH আসবে 0.669 এবং pH এর মান হবে 13.30। 

ঘ) 4 ডিজিট ব্যালেন্সে তৈরি দ্রবণটি অধিক গ্রহনযোগ্য হবে প্রমাণ দ্রবণ হিসেবে।

এইচএসসি রসায়ন ১ম পত্র: প্রথম অধ্যায় ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার (সৃজনশীল প্রশ্ন ও উত্তর PDF Download)

২. HCl, `NH_3`, NaOH- এই তিনটি রাসায়নিক দ্রব্যগুলো ল্যাবরেটরীতে বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে থাকে।

ক) মাপন সিলিন্ডার কী?

খ) গাঢ় সালফিউরিক অ্যাসিডে সরাসরি পানি যোগ করা বিপজ্জনক কেন?

গ) উদ্দীপকের উপাদানসমূহের নিরাপদ সংরক্ষণ কৌশল বর্ণনা কর।

ঘ) স্বাস্থ্য ও পরিবেশের উপর উপাদানসমূহের ক্ষতিকর প্রভাব পরিলক্ষিত হয়- ব্যাখ্যা কর।

উত্তর:

ক) ল্যাবেরটরিতে কোনো তরল বা রাস্যানিক দ্রব্যের আয়তন মোটামুটি সঠিকভাবে মাপার জন্য যে সিলিন্ডার ব্যবহার করা হয়, তাকে মেজারিং সিলিন্ডার বা মাপন সিলিন্ডার বলে।

খ) গাঢ় সালফিউরিক অ্যাসিডে সরাসরি পানি যোগ করা বিপজ্জনক, কারণ গাঢ় সালফিউরিক অ্যাসিডে সরাসরি পানি যোগ করলে সালফিউরিক অ্যাসিড ও পানির মধ্যে বিক্রিয়া হবে এবং প্রচুর তাপ উৎপন্ন হবে যা কাঁচ পাত্রের ভাঙ্গনসহ মারাত্মক দুর্ঘটনা ঘটাতে পারে এবং এই অ্যাসিড শরীরে পড়ার সম্ভাবনাও থাকে।


গ) `NH_3` এবং NaOH এর সংরক্ষণ প্রক্রিয়া অনেকটা একরকমের। তাই এই দুটির সংরক্ষণ প্রক্রিয়া এক সাথে এবং HCl এর সংরক্ষণ প্রক্রিয়া আলাদাভাবে বর্ণনা করতে হবে।

ঘ) `NH_3` চোখ ও ত্বকের জন্য ক্ষতিকর। NaOH একটি ক্ষয়কারী পদার্থ যা শ্বাসের সাথে প্রবেশ করলে চোখ ও নাক জ্বালাপোড়া করে। HCl মানুষসহ যেকোনো প্রাণির উপর ছিটকে পড়লে মারাত্মকভাবে পুড়ে যাওয়ার পাশাপাশি মৃত্যুর কারণ হওয়ারও সম্ভাবনা থাকে। এসবের সাথে পরিবেশের উপর এসবের ক্ষতিকর দিক সুন্দর করে ব্যাখ্যা করে দিলেই হবে।


৩. ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার অধ্যায়ের ক্লাস নেয়ার সময় মুন্না স্যার শিক্ষার্থীদের ফার্স্ট এইড বক্স, অগ্নি নির্বাপক, ব্লাংকেট এবং বালি ভর্তি বড় পাত্র দেখালেন।

ক) ফার্স্ট এইড বক্স কী?

খ) সেমিমাইক্রো অ্যানালাইটিক্যাল পদ্ধতি ব্যাখ্যা কর।

গ) ফার্স্ট এইড বক্সে সাধারণত কী কী থাকে এবং সেগুলোর ব্যবহার কী কী?- ব্যাখ্যা কর।

ঘ) ল্যাবরেটরির নিরাপত্তার বিধানে উদ্দীপকের উপাদানসমূহর গুরুত্ব কতটুকু? – বিশ্লেষণ কর।

উত্তর:

গ) ফার্স্ট এইড বক্সে যা যা থাকে তার তালিকা:

  • ব্যান্ডেজ
  • ব্লেড
  • তুলা
  • ফরসেফ সেট
  • ডেটল
  • বার্ণল ক্রিম
  • টিংচার আয়োডিন
  • কিউকোটেপ ইত্যাদি।

এসবের ব্যবহার ব্যাখ্যা করতে হবে।


৪. ঘটনা ১: ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার অধ্যায়ের প্র্যাকটিক্যাল ক্লাসে শিক্ষক ছাত্রদের প্রতি ৭ জনের গ্রুপে 100 mL 0.1 M `H_2SO_4` দিলেন।

ঘটনা ২: শিক্ষক ছাত্রদেরকে এরপর মিজারিং সিলিন্ডার, কনিক্যাল ফ্লাস্ক এবং ব্যুরেটের ব্যবহার সম্পর্কে ধারণা দিলেন।

ক) মোলারিটি কী?

খ) কাঁচের যন্ত্রপাতি পরিষ্কারের ক্ষেত্রে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে?

গ) ছাত্রদের দেয়া স্যাম্পলে কী পরিমাণ সালফিউরিক অ্যাসিড আছে তা নির্ণয় কর।

ঘ) ঘটনা ২ এর কোন কোন কাঁচযন্ত্র মাত্রিক বিশ্লেষণে গুরুত্বপূর্ণ এবং কেন তা বর্ণনা কর।

উত্তর:

গ) 0.98 g `H_2SO_4` বিদ্যমান আছে ছাত্রদেরকে দেয়া স্যাম্পলে।


৫. মাইক্রো বিশ্লেষণ পদ্ধতি, সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতি এবং টাইট্রেশন পদ্ধতি বিশ্লেষণিক রসায়নের কয়েকটি পদ্ধতি।

ক) ক্ষয়কারী পদার্থ কাকে বলে?

খ) রাসায়নিক বিশ্লেষণ কী?

গ) টাইট্রেশন প্রক্রিয়াটি ব্যাখ্যা কর।

ঘ) মাইক্রো এবং সেমি মাইক্রো পদ্ধতির মধ্যে তুলনামূলক আলোচনা কর।


এছাড়াও এ অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিচে দেয়া হলো:

জ্ঞানমূলক প্রশ্ন

১. হ্যাজার্ড প্রতীক কী?

২. আয়তনমিতিক ফ্লাস্ক কী?

৩. জারণ শিখা কাকে বলে?

৪. রাসায়নিক নিক্তি কী?

৫. পল বুঙ্গি ব্যালেন্স কাকে বলে?

৬. রাইডার কী?

৭. জেনা গ্লাস কী?

৮. রাইডার ধ্রুবক কী?

৯. নির্দেশক কাকে বলে?

১০. বিকারক কী?

১১. প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

১২. সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

১৩. সক্রিয় পদার্থ কী?

১৪. মিনিসকাস কাকে বলে?

১৫. উত্তেজক পদার্থ কাকে বলে?

অনুধাবনমূলক প্রশ্ন

১. ল্যাবরেটরিতে গগলস পরা কেন প্রয়োজন?

২. পিপেট এবং ব্যুরেটের কাজ লিখ।

৩. রাইডার ব্যবহার করা কেন প্রয়োজন ব্যাখ্যা কর।

৪. সালফিউরিক অ্যাসিডপূর্ণ বিকারক বোতল কাঠের তৈরি শেলফে রাখা হয় কেন?

৫. গায়ে আগুন লাগলে দৌড়ানো উচিত না কেন?

৬. মাইক্রো ও সেমি মাইক্রো বিশ্লেষণিক পদ্ধতির পার্থক্য লিখ।

৭. পল বুঙ্গি ব্যালেন্স এবং ডিজিটাল ব্যালেন্সের মধ্যে পার্থক্য লিখ।

৮. 4-ডিজিট ব্যালেন্স এবং 2-ডিজিট ব্যালেন্সের মধ্যে তুলনামূলক আলোচনা কর।

৯. ল্যাবরেটরিতে ওয়াটার বাথ রাখা হয় কেন?

১০. ব্যুরেট পরিষ্কার করার কৌশল লিখ।

এই পোস্টটির PDF ভার্সন পেতে ক্লিক করো "ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার সৃজনশীল প্রশ্নের পিডিএফ"-লেখাতে।

Md. Rabiul Mollah

Okay! So here I'm Md. Rabiul Mollah from Pathgriho Network. I'm currently a student of B.Sc in Textile Engineering Management at Bangladesh University of Textiles. facebook instagram github twitter linkedin

Previous Post Next Post

এই লেখাটি আপনার সোশ্যাল মিডিয়া ওয়ালে শেয়ার করুন 😇 হয়তো এমনও হতে পারে আপনার শেয়ার করা এই লেখাটির মাধ্যমে অন্য কেউ উপকৃত হচ্ছে! এবং কারো উপকার করার থেকে ভাল আর কি হতে পারে?🥺